করোনা রুখতে সুখবর দিচ্ছে ‘কোভিশিল্ড’! ভারতে শুরু ‘স্পুটনিক ভি’র ট্রায়াল

করোনা রুখতে সুখবর দিচ্ছে ‘কোভিশিল্ড’! ভারতে শুরু ‘স্পুটনিক ভি’র ট্রায়াল

নয়াদিল্লি: ‘বন্ধু’ রাশিয়ার তৈরি ‘স্পুটনিক ভি’র ট্রায়াল শীঘ্রই শুরু করতে চলেছে ভারত৷ এই করোনা টিকা ৯২% কার্যকরী বলে মিলেছে তথ্য৷ সেই রিপোর্ট দেখে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হচ্ছে বলে খবর প্রকাশ৷

জানা গিয়েছে, ইতিমধ্যে রাশিয়া থেকে হায়দরাবাদে পৌঁছে গিয়েছে ভ্যাকসিনের ডোজ৷ এরপর ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআইয়ের অনুমোদন সাপেক্ষে দ্রুত ট্রায়াল শুরু হতে চলেছে৷ গোটা এই প্রক্রিয়া চলবে হায়দরাবাদের ডাঃ রেড্ডিস ল্যাবরেটরিজে৷ স্পুটনিক-ভির ভারতীয় পার্টনার হিসাবে চিহ্নিত হয়েছে এই সংস্থা৷

অন্যদিকে সিরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনের আরও বাড়তি ডোজ আনা হবে৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রাজেনেকা ভারতে ‘কোভিশিল্ড’ নামে পরিচিত৷ উৎপাদনের প্রস্তুতও শুরু করে দিয়েছে সিরাম৷ তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রিপোর্টে ইতিবাচক ফলাফল মিলেছে৷ ইতিমধ্যেই তারা ৪ কোটি ডোজ তৈরি করে ফেলেছে বলে জানা গিয়েছে৷ লাইসেন্স আদায় করেছে সিরাম৷ এখন অপেক্ষা চূড়ান্ত পর্যায়ের রিপোর্টের জন্য৷ চতুর্থ ও চূড়ান্ত পর্বে হিউম্যান ট্রায়াল কার্যকরী হলে তা বাজারে আনার প্রস্তুতি শুরু হয়ে যাবে৷ উৎপাদন করা হবে ১০ কোটি ডোজ৷ সিরামের এই উদ্যোগকে সহযোগিতা করছে আইসিএমআর৷ খরচের অংশ বহন করেছে আইসিএমআর৷ কোথায় এই ট্রায়াল হবে, তারও ব্যবস্থা ইতিমধ্যেই করে দিয়েছে আইসিএমআর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =