কোভিডে বাবা-মা হারানো অনাথ শিশুদের বিশেষ স্কলারশিপ দেবে সরকার

কোভিডে বাবা-মা হারানো অনাথ শিশুদের বিশেষ স্কলারশিপ দেবে সরকার

শ্রীনগর: কোভিড কেড়ে নিয়েছে অনেক তাজা প্রাণ৷ বাবা-মাকে হারিয়ে অনাথ হয়েছে না জানি কত শিশু৷ করোনা প্যান্ডেমিকে বাবা-মা হারানো সেই সকল শিশুদের জন্য এবার বিশেষ পদক্ষেপ জম্মু-কাশ্মীর সরকারে৷ তাদের জন্য স্কলারশিপের বন্দোবস্ত করল সরকার৷ এছাড়াও বাবা-মা হারানো শিশুদের জন্য আরও বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের তরফে৷ 

আরও পড়ুন- রাজ্যে মাধ্যমিক পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি শিক্ষক সংগঠনের

জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মহামারীর মধ্যে বেশ কিছু সাহায্যের কথা ঘোষণা করেছেন৷ এর মধ্যে বলা হয়েছে, যাঁরা করোনা মহামারীতে তাঁদের পরিবারের সদস্যদের হারিয়েছেন, তাঁরা বিশেষ সুযোগ-সুবিধা পাবেন৷ পাশাপাশি মাহামারীর জেরে অনাথ হয়ে পড়া শিশুদের পড়াশোনার জন্য দেওয়া হবে স্কলারশিপ৷ সম্প্রতি এই বিষয়ে একটি টুইটও করেন লেফটেন্যান্ট গভর্নর৷ তিনি লিখেছেন, ‘‘ #COVID19  প্যান্ডেমিকে যে সকল শিশুরা তাদের বাবা-মাকে হারিয়েছে, তাদের বিশেষ স্কলারশিপ দেবে সরকার৷’’ এই স্কলারশিপের টাকায় স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করতে পারবে অনাথ পড়ুয়ারা৷ 

মনোজ সিনহা আরও বলেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল এই প্যান্ডেমিকের মোকাবিলা করা৷ উপত্যকার সকল মানুষকে কোভিড বিধি মেনে চলার আর্জিও জানিয়েছেন তিনি৷ সকলকে ভ্যাক্সিন নেওয়ার আর্জিও জানানো হয়েছে৷ সকলের সম্মিলিত প্রয়াসে শীঘ্রই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি৷ পাশাপাশি তিনি জানিয়েছে, করোনা প্যান্ডেমিকে অনাথ হয়ে পড়া শিশুদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে জম্মু-কাশ্মীর সরকার৷ তারপর তাদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ স্কলারশিপ৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − one =