শিক্ষক সন্তানদের জন্য দেওয়া হোক বিশেষ সুবিধা, শিক্ষামন্ত্রীকে আর্জি

শিক্ষক সন্তানদের জন্য দেওয়া হোক বিশেষ সুবিধা, শিক্ষামন্ত্রীকে আর্জি

কলকাতা: সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের সন্তানদের জন্য ভর্তির ক্ষেত্রে কোনও বিশেষ সুবিধা পাওয়ার চল নেই এই রাজ্যে৷ এবার শিক্ষকদের সন্তানদের সরকারি বিদ্যালয়গুলিতে ভর্তির সময় বিশেষ সুবিধা পাওয়ার আর্জিতে সরব হলেন সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মীরা৷

এতদিন আর পাঁচটা সাধারণ ছাত্র-ছাত্রীর মতোই সরকারি বিদ্যালয়ের শিক্ষর ও শিক্ষা কর্মীদের সন্তানেরা লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি হত৷ কিন্তু এখন থেকে সেইরকম করলে আর হবে না৷ এদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত শিক্ষক সমিতি শিক্ষামন্ত্রীকে একটি স্মারকপত্র দিয়ে নিজের এই দাবি কথা জানিয়েছেন৷

জানা যাচ্ছে, চলতি মাসের ১৯ তারিখে ওই সংগঠনের একটি রাজ্য সম্মেলন রয়েছে৷ সেই সম্মেলনে এই দাবি নিয়ে বিশদে আলোচনা হবার সম্ভবনা রয়েছে বলেও জানা গিয়েছে৷ ঐ শিক্ষক সংগঠনের সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাঁরা সরকারী বিদ্যালয়ে কর্মরত হওয়া সত্বেও তাঁদের সন্তানেরা অন্যান্য ছাত্রছাত্রীদের মতন দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিদ্যালয়ে ভর্তি হয়৷

শিক্ষকদের এই দাবিতে বেশ কয়েক বছর পূর্বে একটি খসড়া নির্দেশিকা চালু হয়৷  কিন্তু সেখানে শিক্ষাকর্মীদের কোনো উল্লেখ ছিলোনা৷ এই নির্দেশিকা বেশ কিছু দিন বলবৎ থাকলেও পরে বেশ কয়েকটি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অসাধু কাজকর্মের সন্ধান পাওয়ার কারণে খোদ শিক্ষা দফতর ঐ নির্দেশিকা স্থগিত করে দেয়৷ তবে ঐ নির্দেশিকাতে বেশ কিছু ত্রুটি ছিলো বলেও জানা গিয়েছে যার মধ্যে অন্যতম প্রধান ত্রুটি টি হলো বালিকা বিদ্যালয়ে কর্মরত শিক্ষকের পুত্র সন্তান থাকলে তিনি কোনো রকম সুযোগ পেতেন না৷

এর ফলে এই নির্দেশিকার মূল উদ্দেশ্য দিক ভ্রষ্ট হতো৷ তাই এইসব ত্রুটি গুলির সংস্কার করে এবং শিক্ষা কর্মীদের এই তালিকাভূক্ত করে পুণরায় নির্দেশিকা বলবৎ করার আর্জি জানিয়েছেন শিক্ষক সংগঠন৷ এখন শিক্ষা দফতর শিক্ষকদের এই আবেদনে কত শীঘ্র হস্তক্ষেপ করে সেই অপেক্ষায় রয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *