কলকাতা: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনার পরই আরও এক পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মাকে রাজ্যে পাঠাল নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার নবান্নে গিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তিনি। ১ ঘন্টারও বেশি সময় মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হয় তাঁর৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং ডিজি৷
আরও পড়ুন- পার্থর মুখোমুখি শ্রাবন্তী, বালিতে প্রার্থী বৈশালী, শিবপুরে রথীন
এর আগে গত ১০ মার্চ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক নবান্নে এসে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছিলেন। একইভাবে আজ নবান্নে গিয়ে বৈঠক করলেন অনিল কুমার৷ আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহারে জোর দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী কে কোথাও নিষ্ক্রীয় রাখা যাবে না। রাজ্য জুড়ে চলবে মোবাইল পেট্রোলিং৷ পাশাপাশি স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণের কাজ সঠিকভাবে করতে হবে। এই ধরনের বুথগুলিতে ভোট হবে ১০০% কেন্দ্রীয় বাহিনী দিয়ে৷
এছাড়াও স্বচ্ছ এবং অবাধ নির্বাচন করার লক্ষ্যে পুলিশ ও প্রশাসনের পূর্ণ সহযোগিতা করার কথাও বলা হয়েছে৷ পুলিশ পর্যবেক্ষকদলের স্পষ্টবার্তা, ভোটে ক্ষমতাসীন দলের হয়ে পক্ষপাতিত্ব করা চলবে না। কোথাও কোনও অভিযোগ জমা পড়লে অবিলম্বে তা সমাধান করতে হবে। কর্তব্যে গাফিলতি সহ্য করা হবে না৷
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ বলা হয়েছে, এক্ষেত্রে কারচুপি হতে পারে৷ ফলে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে প্রশাসনকে। এছাড়াও একুশের ভোটকে ‘মডেল’ করতে তুলতে হবে বলেও জানিয়ে দিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক।
আরও পড়ুন- প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপি’তে বিক্ষোভ, ইস্তফা, প্রার্থী হতে অস্বীকার শিখার
আজ বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা নবান্নে মুখ্যসচিবের কাছে বেশ কয়েকজন সরকারি কর্মী, আধিকারিকদের বিষয়ে জানতে চেয়েছেন৷ তাঁদের কোনোও নিকট আত্মীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন কিনা, তা জানতে চেয়েছেন৷ এছাড়ও যাঁদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন কিনা, সে বিষয়েও কথা হয়েছে৷
বিশেষ পুলিশ পর্যবেক্ষককে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, স্বচ্ছ নির্বাচন করার জন্য পূর্ণ সহযোগিতা করা হবে৷ ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি৷