shuvendu adhikari
কলকাতা: সন্দেশখালির ঘটনায় এবার উত্তপ্ত বিধানসভা। সোমবার ‘সন্দেশখালি সঙ্গে আছি’ গেঞ্জি গায়ে জড়িয়ে বিধানসভার অধিবেশন কক্ষে ঢুকে পড়েন বিজেপি বিধায়করা। অধিবেশনের শুরু থেকেই শুরু হয়ে যায় তাঁদের স্লোগান৷ অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়ে প্রতিবাদও দেখান তাঁরা। এরই মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গেঞ্জি খোলার অনুরোধ জানান বিরোধী বিধায়কদের।
এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালিকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন। তিনি বলেন, “বিধানসভায় মুখ্যমন্ত্রীর আসার তারিখ সোমবার। কিন্তু উনি সেই মতো উপস্থিত থাকেন না। ফলে স্বরাষ্ট্র দফতরের কোনও প্রশ্নোত্তরই এখানে হয় না। বিরোধীরা বঞ্চিত।’’ সেই সঙ্গে তাঁর প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রী উত্তর দিতে আসেন না?” বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেখান শুভেন্দু৷ পাল্টা স্পিকার শুভেন্দু অধিকারীকে বলেন, “আপনারা যে গেঞ্জি পরে এসেছেন, সেটা বিধানসভায় চলে না৷ আপনারা গেঞ্জি খুলে ফেলুন।” শুভেন্দুর দাবি, ‘‘আমরা কোনও অন্যায় কথা এখানে লিখিনি। শুধু বলেছি আমরা সন্দেশখালির সঙ্গে আছি।” পাল্টা স্পকার বলেন, এটা একটা স্লোগান। আর স্লোগান লেখা পোশাক পরে বিধানসভায় আসা যায় না। এর পরেই শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, তাপসী মন্ডল, মিহির গোস্বামী এবং শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার৷