speaker
কলকাতা: ‘সময় চলিয়া যায়-নদীর স্রোতের প্রায়’, সত্যিই সময় প্রবাহমান৷ দেখতে দেখতে চলে এল আরও একটি দুর্গা পুজো। তবে বদল হল পরিস্থিতিতির৷ আজও চাকরির দাবিতে রাজপথে বসে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। একই সঙ্গে ন্যায্য অধিকারের দাবিতে আদালতে চলছে তাঁদের লড়াই৷ কবে মিলবে নিয়োগ, তা জানা নেই কারও৷ তবে চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷
আন্দোলনকারীদের উদ্দেশে অধ্যক্ষের পরামর্শ, এভাবে রাস্তায় বসে না থেকে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়ান! মানুষ গড়তে কীসের সার্টিফিকেট লাগে! তিনি বলেন, “আমি বলব রাস্তায় বসে না থাকে শিক্ষা প্রতিষ্ঠানে যাক।” তাঁরও তো সেটাই চায়৷ কিন্তু কীভাবে যাবে? সরকারি নিয়োগপত্র ছাড়া কি স্কুলে পড়ানো যায়? এর জবাবে বিমান বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য কারও সার্টিফিকেট প্রয়োজন হয় না৷ কেউ যদি মনে করে ছাত্র তৈরি করবেন, তাহলে কিসে লাগে সার্টিফিকেট?
যদিও অধ্যক্ষের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্দোলনকারীদের মধ্যে। তাঁদের একাংশের মতে, নিয়োগে দুর্নীতি না হলে চাকরির দাবিতে দিনের পর দিন এভাবে রাজপথে ধর্নায় বসতে হত না। সরকারের গাফিলতি ঢাকতে স্পিকার এখন বিষয়টিকে অন্য দিকে ঘুরিয়ে দিতে চাইছেন৷ চাকরিপ্রার্থীদের কথায়, শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর। কিন্তু, সেই শিক্ষকেরও জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন। সেই জন্যই সরকারি স্কুলে পড়ানোর যোগ্য হিসেবে তাঁরা নিজেদের গড়ে তুলেছেন। এখন সরকার তাঁদের যোগ্যতা থাকা সত্ত্বেও স্কুলে পড়ানোর সুযোগ দিচ্ছে না৷ তাঁরাই বা নিজেদের ভরণপোষণ করবেন কী ভাবে?