মহার্ঘ বিদ্যুতে নীরব মন্ত্রী! দিলেন ১ কোটি কর্মসংস্থানের তথ্য!

সিইএসসি প্রসঙ্গ উঠলেও রাজ্যের বিদ্যুতের দাম নিয়ে কিছুই বললেন না শোভনদেব চট্টোপাধ্যায়।

 

কলকাতা: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রীরা প্রত্যেকদিন সাংবাদিক বৈঠক করে তাদের দফতরের উন্নয়নের খতিয়ান তুলে ধরার চেষ্টা করছেন। এদিন সাংবাদিক বৈঠক করে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একই কাজ করলেন। এদিনও বিদ্যুৎ সম্পর্কিত একাধিক উন্নয়নের খতিয়ান যেমন তিনি তুলে ধরলেন, একইসঙ্গে কর্মসংস্থান এবং নতুন বিদ্যুৎ প্রকল্পের কথাও বললেন তিনি। তবে মহার্ঘ বিদ্যুৎ প্রসঙ্গে কোনো কথা বলতে শোনা গেল না রাজ্যের মন্ত্রীকে। সিইএসসি প্রসঙ্গ উঠলেও রাজ্যের বিদ্যুতের দাম নিয়ে কিছুই বললেন না শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ২০১০-১১ সালে বিদ্যুৎ বাজেটে বরাদ্দ ছিল ৫৫১.৮০ কোটি টাকা। ২০১৯-২০ সালে সেই বাজেট বেড়ে হয়েছে ২৪৯৭.২৯ কোটি টাকা। অর্থাৎ বিদ্যুতের বাজেট বৃদ্ধি ঘটেছে ৩৫২ শতাংশ। এক্ষেত্রে তিনি মনে করিয়ে দেন, ২০১১ সালে রাজ্যের ৮৫ লক্ষ মানুষের কাছে বিদ্যুৎ ছিল। গত ৯ বছর ধরে শুধু মূল কংগ্রেস সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে এবং বিদ্যুৎ ক্ষেত্রে পরিকল্পনামাফিক কাজে অগ্রসর হয়ে এখন রাজ্যের ২ কোটি ৬ লক্ষ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছে। একইসঙ্গে শোভনদেব জানান, ২৩ জেলার ১০০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস সরকার। এক্ষেত্রে বিদ্যুৎমন্ত্রী মনে করিয়ে দেন, পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রে ইতিমধ্যেই নতুন করে কাজ শুরু হবে যার উদ্বোধন তিনি করে এসেছেন কিছুদিন আগেই। এটি হবে পূর্ব ভারতের সর্ববৃহৎ সোলার প্রজেক্ট। প্রথম পর্যায়ে ১২৫ মেগাওয়াটের কাজ শুরু হবে, দ্বিতীয় পর্যায়ে ২৫ মেগাওয়াটের কাজ হবে বলে জানান তিনি।

এদিকে কর্মসংস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিগত বছরগুলোতে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ক্ষেত্রে বিপুল উন্নতি সাধন করেছেন। বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে যেখানে দেশের কর্মসংস্থানের হার কমে গিয়েছে, সেখানে রাজ্যের কর্মসংস্থানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক্ষেত্রে সিলিকন ভ্যালির প্রসঙ্গ তুলে তিনি বলেন, খুব তাড়াতাড়ি হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরকে ছাপিয়ে যাবে পশ্চিমবঙ্গ। সিলিকন ভ্যালির কর্মসংস্থানের পাশাপাশি রাজ্য সরকার একাধিক প্রকল্পের সরাসরি অথবা পরোক্ষভাবে কর্মসংস্থান দিয়ে আসছে। এক্ষেত্রে গতিধারা প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে টিসিএস, আইবিএম, সহ একাধিক সংস্থা কত হাজার কর্মী নিয়োগ করবে সেই বিষয়ে বিস্তারিত জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও এত কথার মধ্যেও রাজ্যের মহার্ঘ বিদ্যুৎ প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি তিনি। বিজেপি শিবির থেকে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি। এক্ষেত্রে সিইএসই’র সঙ্গে মিলিত ভাবে রাজ্যের মানুষকে প্রতারিত করছে তৃণমূল সরকার এমন অভিযোগও তোলা হয়েছে। তবে এই প্রসঙ্গে রাজ্যের তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়নি, আজও স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী এই বিষয়ে কোনও শব্দ খরচ করলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 3 =