কোনও দলই ১০০ শতাংশ সৎ নয়, দুর্নীতি বিতর্কের মাঝেই বিস্ফোরক মন্ত্রী শোভনদেব

কোনও দলই ১০০ শতাংশ সৎ নয়, দুর্নীতি বিতর্কের মাঝেই বিস্ফোরক মন্ত্রী শোভনদেব

 কলকাতা: শিক্ষক নিয়োগ থেকে গরু-কয়লা পাচার৷ একের পর এক দুর্নীতিতে জেরজার শাসক দল৷ এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের কৃষি তথা পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কথায় কোনও দলই ১০০ শতাংশ সৎ নয়৷ 

আরও পড়ুন- ১৮ কোটির এফডি, ৫০-র ওপর দলিল! অনুব্রতর চার্জশিটে বিপুল সম্পত্তির উল্লেখ

এদিন তিনি বলেন, ‘‘পৃথিবীতে এমন কোনও দল নেই যারা বলতে পারবে তাদের দলের ১০০ শতাংশ মানুষ সৎ৷ কিছু খারাপ লোক তো থাকবেই৷ সমাজের মধ্যেই যখন ভালো-খারাপ দুটোই আছে৷ অন্ধকার যেমন আছে আলোও আছে৷ এমনটা সব দলেই রয়েছে৷ যখন ধরা পড়বে শাস্তি পাবে৷ এর পর আর কিছু বলার থাকে না৷’’ তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে যে চাহিদাগুলো রয়েছে, তা আমাদের মুখ্যমন্ত্রী পূরণ করেন৷ ফলে দিনের সকলে এটাই দেখেন তাঁদের বাড়ির সদস্যরা স্বাস্থ্যসাথী পেয়েছেন, বাড়ির মেয়েরা কন্যাশ্রী পেয়েছে, বৃত্তি পেয়েছে৷ যাঁরা দুর্নীতি করেছেন, মানুষ তাঁদের ছি ছি করছেন৷ কিন্তু এই সকল সুবিধা পাওয়ার ফলে ভোটে তার কোনও প্রতিক্রিয়া নেই৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =