পার্থ-বালুদের ‘মিস’ করেন? জবাবে কী বললেন শোভনদেব?

পার্থ-বালুদের ‘মিস’ করেন? জবাবে কী বললেন শোভনদেব?

sovandeb

কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়৷ গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা দিল্লির তিহার জেল৷ এরই মধ্যে নতুন সংযোজন জ্যোতিপ্রিয় মল্লিক! রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতারের পর আপাতত তিনি প্রেসিডেন্স জেলের বাসিন্দা। এই তিন নেতার মধ্যে পার্থ এবং বালু রাজ্যের মন্ত্রী৷ কেষ্ট বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। এক সময় তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের ছিলেন তাঁরা। রাজনৈতিক যুদ্ধে মমতার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন৷  এই ত্রয়ীর অনুপস্থিতি নিয়ে কী বলছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়? মিস করেন সঙ্গীদের?

প্রথম সারির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোভনদেব জানান, তাঁদের অনুপস্থিতিতে খারাপ লাগে তাঁর৷ তিনি বলেন, “ওঁরা দু’জনই আমার থেকে ছোট। ওদের দু’জনকেই রাজনীতিতে আসতে দেখেছি। স্বাভাবিক ভাবেই ওরা যে এখন কারাগারে রয়েছে, তার জন্য আমি দুঃখিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 3 =