Kanan
কলকাতা: ভাইফোঁটার দুপুরে কালীঘাটে কানন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ভাই ফোঁটা নিয়ে এলেন শোভন চট্টোপাধ্যায়। এদিনও তাঁর সঙ্গী ছিলেন ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ সক্রিয় রাজনীতি থেকে আপাতত দূরেই রয়েছেন প্রাক্তন মেয়র৷ তবে ভাইফোঁটার দিনে তিনি পৌঁছে যান দিদির বাড়িতে৷ এবারও কাননের কপালে ‘মমতাদি’র স্নেহের পরশ লেগেছে৷ তিনি ফোঁটা পরিয়ে দিয়েছেন বৈশাখীকেও। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কপালে চন্দনের ফোঁটা নিয়ে বেরিয়েই আবেগঘন কানন। এবার কি সক্রিয় রাজনীতিতে দেখা যাবে তাঁকে? সে প্রসঙ্গে সুকৌশলে এড়িয়ে গেলেও, বুঝিয়ে দিলেন তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তাঁকে আলাদা করা যাবে না।
এদিন শোভন বলেন, “আজ ভীষণ আবেগের দিন। মমতাদির প্রতি শ্রদ্ধার দিন। আমার প্রতি মমতাদির যে অন্তরের ভালবাসা ও টান রয়েছে, তার কোনও বিকল্প হতে পারে না। এটা উপলব্ধি করি।” একই সঙ্গে বিরোধীদর একহাত নিয়ে তিনি বলেন, “মমতাদির বিরুদ্ধে চক্রান্ত হলে, আমার মতো বাংলার বহু মানুষ নিজেদের কলিজা দিয়ে সবকিছুকে রক্ষা করবে। পরিকল্পিতভাবে যদি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দুর্বল করার চেষ্টা করা হয়, তাহলে বাংলার ক্ষতি হয়ে যাবে। কেউ সেই ক্ষতি পূরণ করতে পারবে না। মমতাদি পশ্চিমবঙ্গের উপর বটবৃক্ষের ছায়া৷ এই ছায়ার যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য আমি সবসময় তৈরি ছিলাম, এখনও আছি।”