souvik bhattacharya
কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিক ভট্টাচার্যকে জামিন দিল শীর্ষ আদালত৷ শুক্রবার শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় শৌভিককে। তাঁর জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথলের ডিভিশন বেঞ্চ৷
নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তভার নেওয়ার পরই ইডি-র স্ক্যানারে চলে আসেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। একাধিকবার তলবের পর ২০২২ সালের ১১ অক্টোবর গ্রেফতার হন মানিক-পুত্র৷ গ্রেফতার হয়েছিলেন মানিক জায়া শতরূপা ভট্টাচার্যও৷ যদিও গত বছর অগাস্ট মাসে জামিন পেয়ে যান শতরূপা৷ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাই কোর্ট। গত নভেম্বর মাসে জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যান শৌভিক। প্রায় তিন মাস পর জামিন পেলেন তিনি৷ অভিযোগ, ঘুরপথে নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছি শৌভিক ও শতরূপার অ্যাকাউন্টে৷ তাঁদের নামে বহু স্থাবর-অস্থাবর সম্পত্তিও রয়েছে৷