বাংলার স্কুলে করোনা সতর্কতা! স্কুল যাওয়ার প্রয়োজন নেই, জারি নির্দেশ

বাংলার স্কুলে করোনা সতর্কতা! স্কুল যাওয়ার প্রয়োজন নেই, জারি নির্দেশ

কলকাতা: করনা সংক্রমণ রুখতে এবার চূড়ান্ত সর্তকতা কলকাতার স্কুলেও৷ পরীক্ষার শেষে পড়ুয়াদের স্কুলে পাঠানোর দরকার নেই বলে নোটিশ দিয়েছে সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ৷ উত্তরপত্র দেখার কাজও স্থগিতার রাখার ঘোষণা স্কুল কর্তৃপক্ষের৷

স্কুলের গেটে বিজ্ঞপ্তি সাঁটিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত পড়ুয়াদের রিপোর্ট কার্ড দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে৷ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে৷ পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে৷ অভিভাবকদের এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে নোটিশ৷

সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৭ মার্চ প্রাথমিকের পড়ুয়াদের রিপোর্ট কার্ড দেওয়ার কথা ছিল৷ কিন্তু, সেই রিপোর্ট কার্ড দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে৷ চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৪ মার্চ রিপোর্ট কার্ড দেওয়ার কথা ছিল৷ তাও বাতিল করা হয়েছে৷ বার্ষিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে৷ এমনকী, ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত উত্তরপত্র দেখার কাজ স্থগিত রাখা হয়েছে৷

অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে, খুব প্রয়োজন না থাকলে পরীক্ষার পর পড়ুয়াদের স্কুলে পাঠানোর প্রয়োজন নেই৷ সাউথ পয়েন্ট স্কুলের এই মুহূর্তে ১২ হাজার  পড়ুয়া রয়েছে৷ সমস্ত পড়ুয়াদের জন্য এই সর্তকতা জারি করা হয়েছে৷ খুব প্রয়োজনে স্কুলে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *