দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরে ঝরছে বরফ, তাও উধাও হচ্ছে শীত! আগামী কয়েক দিনে আরও চরবে পারদ

দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরে ঝরছে বরফ, তাও উধাও হচ্ছে শীত! আগামী কয়েক দিনে আরও চরবে পারদ

south bengal

কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই৷ সেই মতোই বুধবার বিকেল থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি৷ শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে এরই মধ্যে উধাও হচ্ছে শীত। বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা এক ধাক্কায় প্রায় তিন ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি৷ বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি বেড়ে দাঁড়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণে বৃষ্টি আর উত্তরে হচ্ছে তুষারপাত৷ তার মধ্যেই আগামী দু’-তিন দিনে তাপমাত্রার পারদ চড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত৷ যার জেরেই রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 1 =