south bengal
কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই৷ সেই মতোই বুধবার বিকেল থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি৷ শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে এরই মধ্যে উধাও হচ্ছে শীত। বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা এক ধাক্কায় প্রায় তিন ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি৷ বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি বেড়ে দাঁড়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণে বৃষ্টি আর উত্তরে হচ্ছে তুষারপাত৷ তার মধ্যেই আগামী দু’-তিন দিনে তাপমাত্রার পারদ চড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত৷ যার জেরেই রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷