মহালয়ায় কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস

South Bengal Rainfall Forecast কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ বৃষ্টি হয়েছে পাহাড়েও। নিম্নচাপের প্রভাব কাটতেই উঁকি দিয়েছে শরতের আকাশ। আজ,…

South Bengal Rainfall Forecast

South Bengal Rainfall Forecast

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ বৃষ্টি হয়েছে পাহাড়েও। নিম্নচাপের প্রভাব কাটতেই উঁকি দিয়েছে শরতের আকাশ। আজ, সোমবার থেকে আগামী কয়েক দিন রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ (South Bengal Rainfall Forecast)

 

মহালয়ে কেমন থাকবে আবহাওয়া? (South Bengal Rainfall Forecast)

এদিকে আর মাত্র দু’দিন বাদেই মহালয়ে৷ ওই দিন কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে, মহালয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে রোদ ঝলমলে৷ কোনও কোনও জেলায় দু’-একটি পশলা হালকা বৃষ্টি হলেও, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরং আপাতত তাপমাত্রা কিছুটা বাড়তে৷

 

Bengal Weather Update

পুজোয় বৃষ্টি

তবে বঙ্গ থেকে এখনও বর্ষা বিদায় নেয়নি৷ দুর্গাপুজোর সময় বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস। পুজোর বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর, অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১০ অক্টোবর, সপ্তমী থেকে ১৩ অক্টোবর, একাদশী পর্যন্ত দক্ষিণের সব জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 Weather: Stay updated with the latest South Bengal rainfall forecast. Light to moderate rain expected in all districts till Sunday. Clear skies from Monday. No heavy rain expected. Mahalaya to see sunny weather with occasional light showers. Durga Puja may have light to moderate rain.