কলকাতা: ভরা মরশুম৷ কিন্তু বৃষ্টি কই? উত্তর ভাসলেও, দক্ষিণ সেই শুখা৷ উল্টে গরমে নাকাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষকে৷ সকলের মনে এখন একটাই প্রশ্ন, কবে হবে দক্ষিণের হাওয়া বদল? কবে নামবে স্বস্তির বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়ায়৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷ এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।
বৃহস্পতিবার শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির দেখা মিলবে না আজও৷ বাতাসে জলীয় বাষ্পের জন্য বাড়বে অস্বস্তি। তবে শুক্রবার বিকেল থেকে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও অন্যান্য জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও সামান্য বাড়বে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল দেখা দিলেও, উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। সেখানের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর৷ দিল্লির মৌসম ভবন জানিয়েছে, জুলাই মাসে বর্ষা স্বাভাবিক হবে গোটা দেশে ঢুকে পড়েছে। গোটা উত্তর ভারত জুড়েই ব্যাপক বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে। তবে জুন মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৈরি হয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। জুলাইয়ে সেই ঘাটতি পূরণ হয় কিনা, সেটাই দেখার৷