‘দেখা যাক কাল কী হয়’, সিএবি নির্বাচন নিয়ে জল্পনা উস্কালের সৌরভ

‘দেখা যাক কাল কী হয়’, সিএবি নির্বাচন নিয়ে জল্পনা উস্কালের সৌরভ

কলকাতা: বিসিসিআই থেকে সরতে হয়েছে তাঁকে৷ এর পর মহারাজ ঠিক কোন আসনে বসবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা৷ আজ, শনিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়া নিয়েও চলল টানটান নাটক। ইডেন গার্ডেন্সে গিয়েও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘এখনও জানি না কী হবে। আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় রয়েছে। দেখা যাক, কী হয়।’ এহেন মন্তব্যে সিএবি নির্বাচন নিয়ে জল্পনা উসকে দেন সৌরভ৷ 

আরও পড়ুন- ‘একা’ শুধু বিনি, প্রত্যেকের সঙ্গেই রয়েছে রাজনীতির যোগ! একনজরে BCCI কমিটি

বিসিসিআই সভাপতির পদ থেকে সরে আসার পরই সৌরভ জানিয়েছিলেন, তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতির পদে লড়তে চান। সিএবি সভাপতির পদে  অভিষেক ডালমিয়ার মেয়াদও ফুরাতে চলেছে। ফলে তাঁর জায়গায় সৌরভের লড়াই করার সুযোগ রয়েছে৷ তবে সৌরভ সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে জয়ী হলেই সিএবি কুর্সিতে বসবেন৷ না হলে নয়। এদিকে শোনা যাচ্ছে, সৌরভকে নাকি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সিএবির সভাপতি পদে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। সূত্রের খবর, এরপরই বেঁকে বসেন মহারাজ। স্পষ্ট জানান, বিনা প্রতিদ্বন্দ্বীতায় কুর্সিতে বসবেন না৷ তাঁর প্যানেলে কারা থাকবেন তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে তিনি আর  সিলেকশন চাইছেন না, চাইছেন ইলেকশন।