ফের ক্রিকেট প্রশাসনে মহারাজ! সিএবি সভাপতি পদে দাঁড়াচ্ছেন সৌরভ

ফের ক্রিকেট প্রশাসনে মহারাজ! সিএবি সভাপতি পদে দাঁড়াচ্ছেন সৌরভ

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি পদ থেকে সরতেই আলোচনার কেন্দ্রে সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে তিনি যে ফের ফিরছেন সেই ইঙ্গিত খোদ দিয়েছিলেন মহারাজ৷ তাঁকে আবারও দেখা যাবে ক্রিকেট প্রশাসনেই৷ বিসিসিআই সভাপতি পদ হারিয়ে ‘মহারাজ’ লড়বেন সিএবি প্রেসিডেন্ট পদে। শনিবার নিজেই সেকথা জানালেন সৌরভ৷ তিনি সাফ জানান, ‘‘আমি সিএবি নির্বাচনে লড়ব। আমার বিরুদ্ধে অনেকরকম কুৎসা করা হচ্ছে। সে সব কিছুর জবাব দিতেই ভোটে দাঁড়াচ্ছি।”

আরও পড়ুন- ছেলেরা ফাইনাল পর্যন্ত যেতেই পারেনি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

এদিকে, সৌরভ বিসিসিআই সভাপতির পদ হারাচ্ছেন নিশ্চিত হতেই, সিএবি-তে তাঁর বিরোধী গোষ্ঠী সক্রিয় হয়ে গিয়েছে। এই বিরোধী গোষ্ঠীর অন্যতম মুখ সিএবিরই এক প্রাক্তন পদাধিকারী। সোশ্যাল মিডিয়ায় সৌরভকে নিয়ে তিনি অনেক কথাই বলেছেন। সিএবির আসন্ন নির্বাচনে বিরোধীরা পৃথক প্যানেল তৈরি করে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে  বলেও কানাঘুষো। 

আগামী ৩১ তারিখ সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে৷ ২২ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগেই প্রেসিডেন্ট পদে সৌরভকে মনোনয়ন দিতে হবে। তবে এখনও সৌরভের প্যানেল ঠিক হয়নি। সিএবির বর্তমান প্রসিডেন্ট অভিষেক ডালমিয়া অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি সৌরভের সঙ্গেই থাকবেন৷ 

সৌরভের সিএবি প্রেসিডেন্ট পদে ফেরা নিয়েও কোনওরকম আইনি ঝঞ্ঝাট নেই৷ কারণ, সিএবিতে তিনি সাড়ে ৫ বছর দায়িত্বে ছিলেন। তারপরেই বিসিসিআই সভাপতি হন৷ ফলে তাঁর ‘কুলিং অফ’ পিরিয়ডের ঝামেলা মিটে গিয়েছে।