করোনা রুখতে বড়সড় সাহায্যের প্রস্তাব সৌরভের, সরকার চাইলেই পদক্ষেপ

করোনা রুখতে বড়সড় সাহায্যের প্রস্তাব সৌরভের, সরকার চাইলেই পদক্ষেপ

কলকাতা: করোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সরকার চাইলে ইডেনের একাংশ কোয়ারেন্টিন সেন্টার হিসাবে ব্যবহার করতে পারে৷ ব্যবহৃত হতে পারে খেলোয়াড়দের জন্য তৈরি ডরমেটরিও৷ এই মুহূর্তে যা প্রয়োজন, সেটাই করতে হবে৷ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷

সংবাদসংস্থা পিটিআইকে সৌরভ গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমানে করোনা পরিস্থিতি যে ভাবে উদ্বেগ বাড়াচ্ছে, তাতে যা করণীয় তাই করা উচিত৷ প্রয়োজনে ইডেন গার্ডেনের একাংশ কোয়ারেন্টিন সেন্টার হিসেবে গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি৷ একইসঙ্গে প্লেয়ারদের জন্য তৈরি হওয়া ডরমেটরিও খুলে দেওয়ারও প্রস্তাবও দিয়েছে বাংলার মহারাজ৷ সরকার মনে করলে এই জায়গা ব্যবহার করতে পারে বলেও জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ একই সঙ্গে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, তাঁরা সবসময় সরকারকে সাহায্য করতে প্রস্তুত৷ যদি সরকারি ইডেন ব্যবহার করতে চান,  তাহলে তারা পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 8 =