কলকাতায় নেই ডোনা-সানা, কী ভাবে পুজো কাটাবেন ‘মহারাজ’?

রবিবার বড়িশা প্লেয়ার্স কর্নার ক্লাবের পুজোর উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা:  পুজোর সঙ্গে সৌরভের এক ঘনিষ্ঠ যোগ৷ কলকাতায় থাকলে পুজোয় মহারাজকে দেখা যাবেই৷ এবারও বেহালায় নিজের পাড়ার পুজো উদ্বোধন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ প্রতি বারের মতো এ বারও রবিবার বড়িশা প্লেয়ার্স কর্নার ক্লাবের পুজোর উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।এবার পুজোয় তাঁর পরিকল্পনা কী, জানলেন সংবাদমাধ্যমকে৷ 

আরও পড়ুন- আছে Ph.D ডিগ্রি, মেলেনি চাকরি! পরিবার রক্ষায় প্রতিমা গড়েন ব্রততী!

মহারাজ বলেন, ‘‘এবার পুজোয় তিনদিন কলকাতাতেই থাকব৷ ষষ্ঠী, সপ্তমী আর অষ্টমী৷ নবমীর দিন দুবাই যাব৷ আগের মতো এখন আর অতো ঘুরতে পারি না৷ বাইরে বেরতে পারি না৷ কিন্তু মা দুর্গাকে দেখলেই ভালো লাগে৷ সমস্ত বাঙালির মতো মা দুর্গাকে দর্শন করি৷ মায়ের মূর্তি এত সুন্দর৷ মা আসা মানেই বাঙালির জীবন হাসি-খুশি উৎসবে ভরে ওঠে৷’’ 

প্রসঙ্গত, এবার পুজোয় কলকাতায় নেই ডোনা গঙ্গোপাধ্যায় ও সানা৷ তাই এবারের পুজো সৌরভের কাছেও কিছুটা ভিন্ন৷ মহারাজ বলেন, ‘‘ওঁরা থাকলে খুব ভালো হত৷ কিন্তু সানার পড়াশোনাটাও দেখতে হবে৷ সানা পুজোয় খুবই মজা করে৷ সব বন্ধুবান্ধব, ভাইবোনেরা মিলে একসঙ্গে পুজো কাটায়৷ ও ইংলন্ডের পুজোতেই যাবে৷ তবে আমি এখানে আনন্দ করব৷’’ সৌরভের কথায়, ‘‘ছোটবেলা-বড়বেলা পুজো সবসময় আনন্দেই কেটেছে৷ শুধু আনন্দটা একটু পাল্টে গিয়েছে৷ এক সময় প্রচুর ঠাকুর দেখেছি৷ এখন অতো ঠাকুর দেখতে পারি না৷ কিন্তু ঠাকুর দেখতে আমার খুব ভালো লাগে৷ কিছু জায়গায় এখনও যাই৷ তাঁদের বলি একটু ব্যবস্থা করে রাখতে৷ এই পাঁচদিন বাঙালির মুখে শুধুই হাসি৷ এটাই বাঙালির পুজো৷’’ 

আরও পড়ুন- পঞ্চমীর বিকেলেই উপচে পড়া ভিড়, ‘ওনাম’ কি শিক্ষা দিতে পারল না বাংলাকে?

এবার কোভিড পরিস্থিতির মধ্যেই চলছে পুজো৷ সৌরভ বলেন, ‘‘সকলেই কোভিড বিধি মেনে চলবেন৷ তবে কোভিডকে অত ভয় পাবেন না৷ অনেকেরই ভ্যাকসিন হয়ে গিয়েছে৷ অনেকের ডবল ভ্যাকসিনও হয়ে গিয়েছে৷ হলে হালকা ফ্লু হবে৷ তারপর চলে যাবে৷ কোভিডকে এত ভয় করে আর চলা যায় না৷’’ ডোনার সঙ্গে প্রেম নিয়ে সৌরভ বলেন, ‘‘পুজোয় কোনও প্রেম হয় না৷ ডোনাকে সেই কবে থেকে চিনি৷ পুজো আনন্দের উৎসব৷ ডোনার সঙ্গেও আনন্দ হয়েছে৷ সানা থাকলে আরও ভালো৷ আশা করি এবার ইংলন্ডেই আনন্দ করবে ডোনা৷’’     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =