কলকাতা: সম্প্রতি দু’বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে, কিন্তু রাজনৈতিক জল্পনায় তাতে ইতি আসেনি। এমনকি আগামীদিনে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে তাঁর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর তরজা। কিন্তু সমস্ত জল্পনাতেই আপাতত জল ঢাললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন ব্রিগেডে তিনি থাকছেন না, এই মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ।
একুশের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জোর জল্পনা। তার মাঝেই গতকাল দুপুর নাগাদ হঠাৎই রটে যায় আগামী রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় যাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদা’র এহেন রাজনৈতিক পদক্ষেপ ভোট পূর্ববর্তী বাংলায় শুরু করে তুমুল আলোড়ন। শুধু তাই নয়, জল্পনা আরো খানিক উস্কে দেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্রিগেড হাজিরা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।
এদিন শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় তো বিশ্রামে রয়েছেন। শরীর ভালো মনে করলে এই রোদে নেট প্র্যাকটিস বা ওয়ার্ম আপে আসতেই পারেন। আবহাওয়া ভালো হলে মাঠেও নামবেন, মানুষ সেটাই চাইছে।” কিন্তু গেরুয়া শিবিরের এহেন দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছেন ‘মহারাজ’। সংবাদমাধ্যমকে তিনি জানান, “ভুল খবর রটেছে।” অর্থাৎ এখনই বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নেই তাঁর, যাচ্ছেন না রবিবারের ব্রিগেডেও।
উল্লেখ্য, চলতি বছরেই মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে পরপর দুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর তিনটি স্টেন্ট বসেছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে বিশ্রামেই রয়েছেন তিনি। ঘরে বসেই চলছে বিসিসিআইয়ের কাজ। এমতাবস্থায়, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর যোগ নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। দিন দিন তা বেড়েই চলেছে। রাজনীতির জল এক্ষেত্রে ক্রিকেট মাঠ অবধি গড়ায় কিনা সেটাই এখন দেখার।