কলকাতা: দীর্ঘ চিকিৎসার ধকল কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন তিনি৷ সৌরভের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনাদেবী৷ হাসপাতাল ছাড়ার আগে সাংবাদমাধ্যমের মুখোমুখি হন দাদা৷
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসক ও নার্সদেন ধন্যবাদ জানান মহারাজ৷ খুব ভালো চিকিৎসা হয়েছে বলেও জানা তিনি৷ সাংবাদমাধ্যম ও তাঁর অনুগামীদের শুভেচ্ছা জানান মহারাজ৷ সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে তাৎপর্যপূর্ণ ভাবে ফিরে আসার বার্তাও দিয়ে রাখেন মহারাজ৷ জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ৷ খুব দ্রুত উড়ানের জন্য প্রস্তুত বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মহারাজ৷ তবে, সাংবাদিকদের ছোড়া রাজনৈতিক প্রশ্ন কৌশলে উড়িয়ে দিয়েছেন দাদা৷ সাফ জানিয়ে দেন, ‘‘আমার কোনও চাপ নেই৷ জীবন ফিরে পেলাম৷ আশা করি, দ্রুত উড়তে পারব৷’’
অসুস্থার পাশাপাশি রাজনৈতির ময়দানে সৌরভের অভিষেক নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে গুঞ্জন৷ সৌরভের অসুস্থতার পিছনে ‘চাপ’ আছে বলেও রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক৷ এবার সেই বিতর্কে আমল না-দিয়ে হাসপাতালে দাঁড়িয়ে করে গেলেন তাৎপর্যপূর্ণ মন্তব্য৷ জানিয়ে গেলেন, খুব দ্রুত তিনি ফিরবে, প্রস্তুতি নিচ্ছেন উড়ানের৷ তবে, মহারাজ কি রাজনীতির উড়ানের প্রস্তুতি নেওয়ার কথা বললেন? সুস্থ্য সৌরভ-মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে চর্চা৷
হাসপাতাল থেকে ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন মহারাজ৷ হাসপাতাল থেকে ছুটি মিললেও আপাতত বাড়িতেই কিছুদিন চিকিৎসকের পর্যবেক্ষকে থাকবেন সৌরভ৷ গত শনিবার হৃদরোগে আক্রান্ত হন সৌরভ৷ ভর্তি হন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে৷ বুধে বাড়ি ফেরার কথা থাকলেও ছুটি নেননি মহারাজ৷ একদিন হাসপাতালে কাটিয়ে আজ বৃহস্পতিবার ছুটি নিয়ে বাড়ি ফিরলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা বাংলার মহারাজ সৌরভ৷