‘চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে অভিষেক’! বিস্ফোরক অভিযোগ সৌমিত্রর

‘চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে অভিষেক’! বিস্ফোরক অভিযোগ সৌমিত্রর

কোচবিহার: ‘ভাইপো’ বিতর্কের আবহে এবার সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম নিয়ে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ আজ মঙ্গলবার কোচবিহারে ‘চায়ে পে চর্চা’য় অংশ নিয়ে অভিষেক বন্দ্যোধ্যায়কে সরাসরি ‘চোর’, ‘ডাকাত’, ‘কয়লামাফিয়া’ ও চাকরি দেওয়ার নামে ‘টাকা’ নেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন একদা তৃণমূলের দাপুটে নেতা তথা বর্তমানে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ বিজেপি সাংসদের এই দাবির পাল্টা স্থানীয় যুব তৃণমূলের তরফে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

কোচবিহার সফরে গিয়ে সাতসকালে সৌমিত্র খাঁ বলেন, ‘‘আমি বলছি, অভিষেক চোর৷ একজন ডাকাত৷ কয়লা মাফিয়া৷ অভিষেক চাকরি দেওয়ার নামে ছেলেদের থেকে টাকা তুলেছে৷ তাঁর সঙ্গী বিনয় মিশ্র৷’’বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর এই মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল৷ কোচবিহার জেলা যুব তৃণমূলের রউফে সৌমিত্রর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ কোতয়ালি থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর৷

বাংলা ভোট যত এগোচ্ছে, ততই চড়ছে উত্তাপ৷ চলছে কাদা ছোড়াছুড়ির পর্ব৷ ভোটের আগে এখন সব থেকে চর্চা ও বিতর্কের বিষয় হয়ে উঠেছে ‘ভাইপো’৷ রবিবার জনসভা থেকে এই ‘ভাইপো’ শব্দের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷পাল্টা দেন দিলীপ৷ ‘খোকাবাবু’ বলেও করেন কটাক্ষ৷ এবার এই তালিকায় উঠে এলেন সৌমিত্র খাঁ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =