যাদবপুরের ক্যাম্পাস এবং হস্টেলে শীঘ্রই বসবে সিসি ক্যামেরা, বাছা হল ১০টি জায়গা

যাদবপুরের ক্যাম্পাস এবং হস্টেলে শীঘ্রই বসবে সিসি ক্যামেরা, বাছা হল ১০টি জায়গা

cctv

কলকাতা: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়ে গিয়েছে গোটা রাজ্যকে৷ বহু বিতর্কের পর নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও৷ শীঘ্রই ক্যাম্পাসে শুরু হবে সিসি ক্যামেরা বসানোর কাজ৷ ক্যামেরার জন্য ইতিমধ্যেই বাইরের একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ সিসি ক্যামেরা বসানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেলের বিভিন্ন জায়গায় মোট ১০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত জায়গায় ক্যামেরা বসানো হবে। আপাতত মোট ২৬টি সিসি ক্যামেরার অর্ডার দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের৷ তার বাড়ি নদিয়ায়৷ এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির দাবি জোরালো হয়েছে। অভিযোগ, ইউজিসি-র নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা সিসি ক্যামেরাও বসানো হয়নি৷ ঠিকভাবে কোনও নিয়মকানুনই মানা হয়নি৷ রাজ্য শিশু সুরক্ষা কমিশন, রাজ্য মানবাধিকার কমিশনের তরফে বারংবার সিসি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়েছে। ছাত্রমৃত্যুুর ঘটনায় আদালতে মামলাও হয়েছে। এই পরিস্থিতিতে যাদবপুরের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ দায়িত্ব নিয়েই জানিয়ে দেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হোস্টেলে সিসি ক্যামেরা বসানো হবে।

অতীতেও যাদবপুরে একাধিকবার সিসি ক্যামেরা বসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু পড়ুয়াদের একাংশের বিরোধিতায় তা সম্ভব হয়নি। এমনকি, অতীতে বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকও এই নজরদারির বিরোধিতা করেছিলেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *