বিদায় লোকসভা! রাজস্থান থেকে রাজ্যসভার মনোনয়ন দিলেন সনিয়া

বিদায় লোকসভা! রাজস্থান থেকে রাজ্যসভার মনোনয়ন দিলেন সনিয়া

sonia gandhi 

নয়াদিল্লি: তিনি যে আর লোকসভা নির্বাচনে লড়বেন না, ২০১৯-এর ভোটের পরই সেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন৷ ২০১৯-ই ছিল তাঁর শেষ ভোটলড়াই। সেইসঙ্গেই মাথা চাড়া দিয়েছিল জল্পনা৷ অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন সনিয়া গান্ধী৷ তবে এখনও রাজনৈতিক সন্ন্যাস নয়৷ বরং রাজ্যসভা থেকে মনোনয়ন জমা দিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। জয়পুর আসন থেকে তাঁকে রাজ্যসভার প্রার্থী করল কংগ্রেস। বুধবার, সরস্বতী পুজোর সকালে মনোনয়ন জমা দেন সোনিয়া। এই আসন থেকে সনিয়ার জয় প্রায় নিশ্চিত মনে করছে কংগ্রেস। ওই আসন থেকেই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আগামী এপ্রিলে তাঁর ছয় বছরের মেয়াদ ফুরচ্ছে৷ এবার রাজস্থান থেকে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর উচ্চকক্ষে যাওয়ার পালা। দলীয় সূত্রে খবর, ভগ্ন স্বাস্থ্যের কারণেই লোকসভা নির্বাচনের ধকল আর নিতে চান না সনিয়া৷ তবে সনিয়া প্রথম নন, এর আগে গান্ধী পরিবার রাজ্যসভায় গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ ১৯৬৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ১৯৬৭ সাল পর্যন্ত উচ্চকক্ষের সদস্য ছিলেন তিনি৷ রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেসের আরও এক সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি। গতবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সমর্থনে রাজ্যসভায় গিয়েছিলেন এই আইনজীবী। এবার হিমাচল প্রদেশ থেকে তাঁকে প্রার্থী করল দল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =