২০২০-র সাধারণ বাজেটর কিছু গুরুত্বপূর্ণ তথ্য

২০২০-র সাধারণ বাজেটর কিছু গুরুত্বপূর্ণ তথ্য

নয়াদিল্লি: ২০২০ এর সাধারণ বাজেটে বেশ কিছু বিশেষ দিক লক্ষ্যনীয়৷ এবছর মোদী সরকার সংসদে বাজেট সেশন দুটি ভাগে ভাগ করে দিয়েছে৷ প্রথম সেশন ৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত৷ দ্বিতীয় সেশন মার্চের ২ থেকে এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত৷

মাঝে এই ১৯ দিনের ব্যবধান লোকসভায় স্ট্যান্ডিং কমিটিকে বিভিন্ন দফতরের দাবি এবং প্রাপ্তির বিষয়টি পর্যালোচনা করতে সাহায্য করবে৷ মাঝে এই ১৯ দিনের ব্যবধান লোকসভায় স্ট্যান্ডিং কমিটিকে বিভিন্ন দফতরের দাবি এবং প্রাপ্তির বিষয়টি পর্যালোচনা করতে সাহায্য করবে৷ এবারে, বাজেট সেশন বিতর্কের ঝড়ে প্লাবিত হবে৷ দেশে সিএএ এ এবং এন আর সি বিতর্ক চলছে৷ সেই কারণে বাজেট সেশন যে উত্তপ্ত হতে চলেছে তা বলাই যায়৷

যবে থেকে মোদী সরকার পয়লা ফেব্রুয়ারি বাজেটের দিন ঘোষণা করেছে, প্রতিদিনই ছিল সপ্তাহের কাজের দিন৷ কিনটি, এবারের বাজেট শনিবারে৷ সেক্ষেত্রে ওইদিন শেয়ার বাজার বা স্টক মার্কেট খোলা থাকার কথা৷ তাই থাকছে৷ এমনকি ওইদিন সংসদ ও বন্ধ থাকে৷ কিন্তু, এই  বার শেয়ার বাজার এবং সংসদ শনিবারে খলি থাকবে৷ যদিও ব্যাংক বন্ধ থাকছে৷ কারণ, ওইদিন ব্যাংক ধর্মঘট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =