aadhar card
কলকাতা: হঠাৎ করেই অকেজো আধার কার্ড। বাংলার বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে৷ সেই সংক্রান্ত চিঠিও এসে পৌঁছেছে তাঁদের বাড়িতে। যা নিয়ে গর্জে উঠেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তবে সংশ্লিষ্ট ওয়েব সাইটে এ বিষয়ে অভিযোগ জানাতেই নতুন করে চালু হয়ে গেল অনেকের আধার কার্ড। লাগাতার বিতর্কের মুখেই কি পুনরায় আধার চালু করার সিদ্ধান্ত? উঠেছে প্রশ্ন৷
প্রসঙ্গত, একের পর এক রাজ্যের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করা শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। এ রাজ্যও ব্যতিক্রম নয়৷ আধার বাতিল নিয়ে তুমুল শোরগোল শুরু হয় রাজ্যজুড়ে। আধার বাতিল হওয়ায় দুশ্চিন্তায় পড়েছিল বাসিন্দাদের। এই পরিস্থিতিতে মানুষকে সমস্যার হাত থেকে বাঁচাতে আধারের বিকল্প কার্ডের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর মধ্যেই কেন্দ্রের তরফে এল স্বস্তির খবর৷ আপাতত আধার চালু হলেও কিসের ভিত্তিতে আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই আধার নিষ্ক্রিয় করে দিয়েছিলেন, সেই উত্তর এখনও মেলেনি।