ইতস্তত ছড়িয়ে দেহাংশ, চারিদিকে দুর্গন্ধ, আতঙ্ক মোচপোলবাসী

ইতস্তত ছড়িয়ে দেহাংশ, চারিদিকে দুর্গন্ধ, আতঙ্ক মোচপোলবাসী

 

body parts

দত্তপুকুর:  ২৪ ঘণ্টা  কেটে গিয়েছে। এখনও ইতিউতি ছড়িয়ে ছিন্নভিন্ন দেহাংশ৷ রবিবার দত্তপুকুরের মোচপোল গ্রামের যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল, সোমবার সকালে তার থেকে প্রায় ৮০ মিটার দূরে উদ্ধার হয় একটি হাত। অন্যদিকে, বিস্ফোরণস্থলের ঠিক পিছন দিক থেকে উদ্ধার হয়েছে একটি মুন্ডুহীন দেহ৷ আর ২০০ মিটার দূর থেকে উদ্ধার হয়েছে একটি মাথা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিস্ফোরণের অভিঘাতেই দেহটি থেকে মাথা ছিন্ন হয়ে দূরে ছিটকে পড়েছে। এ ছাড়া একটি বাড়ির সামনে থেকে মিলেছে হাতের পাঞ্জা৷ 

রবিবারের ঘটনার আকস্মিকতার ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনিন মোচপোল৷ ইতিমধ্যে এলাকা ঘিরেছে পুলিশ, পৌঁছেছে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা৷ এসেছেন রাজনীতিক এবং জনপ্রতিনিধিরাও। সোমবার সকালে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহাংশ দেখতে ভিড় জমায় স্থানীয় জনতা। যদিও সোমবার দেখা যায়, মোচপোল গ্রামের ওই ঘটনাস্থল হলুদ ফিতে দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। চারিদিকে মৃতদেহের দুর্গন্ধে৷ গ্রামের বউরা শাড়ির আঁচল দিয়ে, কেউ আবার হাত দিয়ে নাকচাপা দিয়েই দেহাংশ দেখতে এসেছে৷ তবে এলাকায়  আতঙ্ক এখনও কাটেনি। আগামী কয়েক দিন যে এই ঘটনার রেশ থাকবে, তা মেনে নিয়েছেন গ্রামবাসীদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =