‘কুইন অফ স্টিল’, ফোর্বসের শক্তিশালী মহিলাদের তালিকায় রয়েছেন এই বাঙালি কন্যা, চেনেন সোমা মন্ডলকে?

‘কুইন অফ স্টিল’, ফোর্বসের শক্তিশালী মহিলাদের তালিকায় রয়েছেন এই বাঙালি কন্যা, চেনেন সোমা মন্ডলকে?

3 stocks recomended

soma mondal

ভুবনেশ্বর: মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান৷ মধ্যবিত্ত মূল্যবোধকে সম্বল করেই বেড়ে ওঠা তাঁর৷ শৈশব কেটেছে ওডিশার ভুবনেশ্বরে৷ বাবা ছিলেন কৃষি অর্থনীতিবিদ৷ সাদামাটা জীবন থেকেই তাঁর স্বপ্নের উত্তোরণ৷ বিশ্বের সবথেকে শক্তিশালী মহিলাদের তালিকায় জায়গা করে নিলেন সোমা মণ্ডল৷ ২০২৩ সলে ফোর্বসের তৈরি বিশ্বের সবথেকে শক্তিশালী ১০০ জন মহিলার তালিকায় ৭০তম স্থান দখল করে নিলেন এই বাঙালি কন্যা৷ 

রাষ্ট্রায়ত্ব স্টিল অথরিটি অব ইন্ডিয়া বা সেইল (SAIL)-এর চেয়ারপার্সন ছিলেন সোমা। ২০২১ সালের জানুয়ারি মাসে সেইল-এর প্রথম মহিলা সভাপতি হয়ে তিনি ইতিহাস রচনা করেন। এবার ফোর্বসের তালিকায় জায়গা করে আরও এক স্বীকৃতির পালক জুড়লেন সাফল্যের মুকুটে৷  

রাউরকেল্লার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা তাঁর।  রাষ্ট্রায়ত্ব সংস্থা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড বা ন্যালকোয় গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি হিসেবে নিজের পেশাদারি কেরিয়ার করেন এই বাঙালি কন্যা৷ শিক্ষানবীশ হিসেবে যে প্রতিষ্ঠান থেকে কর্মজীবন শুরু হয়েছিল তাঁর, সেই সংস্থাতেই একসময় কমার্শিয়াল ডিরেক্টর হন সোমা৷ ন্যালকোয় ৩২ বছর কর্মজীবনের পর ২০১৭ সালে যোগ দেন রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেইল)-এ৷ নতুন সংস্থায় ন্যাকলোর ছেড়ে আসা পদেই দায়িত্ব পান তিনি৷ পরে সেইল-এর চেয়ারপার্সন হন৷ ২০২৩ সালের মে মাস পর্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই পদে দায়িত্ব সামলেছেন সোমা৷ এই পদে বসেই তিনি হিস্ট্র ক্রিয়েট করেন৷  তাঁর আমলে সেইল-এ ব্যাপক লক্ষ্মীলাভ হয়৷ তাঁর বিজনেস স্ট্র্যাটেজি বা বাণিজ্যিক কৌশল বাজারে সেইল-এর আধিপত্য বাড়িয়ে তোলে৷ মার্কেটে আসে ‘নেক্স’ এবং ‘সেইল এসইকিউআর’-র মতো বিভিন্ন সামগ্রী। তাঁর তত্বাবধানেই হু হু করে বেড়েছিল আয়৷ এমনকী আয়েক নিরিখে ২০২১-২২ অর্থবর্ষে প্রথমবার এক লক্ষ কোটির গণ্ডি পার করে সেইল। 

২০২৩-এর ৬ ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, সেইল-এর বর্তমান মূলধনের পরিমাণ, ৪১ হাজার ৭৫ কোটি টাকা। সোমা যতদিন সেইল-এর চেয়ারম্যান পদে ছিলেন, ততদিন এই রাষ্ট্রায়ত্ব ইস্পাত প্রস্তুতকারক সংস্থার রেকর্ড আয় বৃদ্ধি ঘটেছিল। চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বছরেই সংস্থার মুনাফা তিনগুণ বেড়ে ১২,০০০ কোটি টাকা হয়েছিল। ধাতু শিল্পে তাঁর তিন দশকেরও বেশি অভিজ্ঞতাকে সুকৌশলে কাজে লাগিয়েছিলেন সোমা মন্ডল৷ 

ফোর্বসের হিসাবে বিশ্বের সবথেকে প্রভাবশালী মহিলার তালিকায় প্রথম একশো জনের মধ্যে রয়েছেন চার ভারতীয়৷ তাঁরা হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ তাঁর স্থান ৩০৷ এইচসিএল টেকনোলজিসের রোশনি নাদার মালহোত্রা রয়েছেন ৬০ নম্বর স্থানে৷ এর পরেই রয়েছে  সোমা মণ্ডল (৭০)৷ এবং ৭৬ নম্বর স্থানে রয়েছেন বাইকনের চেয়ারপার্সন কিরণ মজুমদার শ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =