বিজেপিতে নাম লেখাবেন সোহিনী? স্পষ্ট বার্তা অভিনেত্রীর

বিজেপিতে নাম লেখাবেন সোহিনী? স্পষ্ট বার্তা অভিনেত্রীর

কলকাতা:  টলিপাড়ায় রাজনৈতিক রঙ লেগেছে অনেকদিন আগে থেকেই। তবে সম্প্রতি টলিপাড়ার অভিনেতা এবং অভিনেত্রীদের বিজেপিতে যোগদানের হিড়িক চোখে পড়ার মতো। আর এই নিজে শুরু হয়েছে ব্যাপক জল্পনাও। এর এই জল্পনার মাঝে পরে সোশ্যাল মিডিয়ায় কুপোকাত হওয়া ফিল্মের ‘সত্যবতী’ সোহিনী নিজে জানিয়ে দিলেন, তিনি বিজেপিতে যোগদান করছেন না৷ এই জল্পনায় তিনি রীতিমতো বিরক্ত।

বেশ কিছুদিনের মধ্যেই টলিপাড়ার অভিনেতা যশ দাশগুপ্ত, প্রবীণ অভিনেত্রী পাপিয়া অধিকারী, তৃণমূল ত্যাগী হিরণ-সহ একাধিক নাম যুক্ত হয়েছে পদ্ম শিবিরে। আর তারপরেই অভিনয় জগতের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে শুরু হয় জল্পনা। এই নিয়ে তার ফেসবুক ওয়ালে অনেকেই প্রশ্ন করেছেন তাকে। কিন্তু এর উত্তর তিনি সরাসরি ফেসবুকে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে দিলেন। ওই ভিডিও বার্তায় তিনি এই জল্পনাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে বলেন, এইরকম কোনো পরিকল্পনা ইতিমধ্যে তার নেই। পাশাপাশি তিনি আরো বলেন, “অভিনয় আমার পরিচয়, আর এই অভিনয় সূত্রেই মানুষজন আমায় চেনে। তাই এই অভিনয় ছেড়ে রাজনীতির ময়দানে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। আগেও আমি কোনো রাজনৈতিক দলে ছিলাম না, এখনো থাকছি না৷”

এছাড়াও সোহিনী সরকার এই ভিডিওর মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই মুহূর্তে ভারতের রাজনৈতিক নেতারা যা খেলা দেখাচ্ছেন এবং যে অভিনয় করছেন, তাতে মনে হচ্ছে আমরা খুবই তুচ্ছ, কিছুই অভিনয় পারি না। তাঁরা যে বক্তব্য রাখছেন, তাতে সিনেমা-সিরিয়ালের থেকে অনেক বেশি বিনোদনের রসদ রয়েছে। সাধারণ মানুষও নিশ্চয়ই এটা বুঝতে পারছে৷” পাশাপাশি মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সোহিনী বলেন, “মানুষের পাশে থাকতে গেলে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে হবে, তার কোনও মানে নেই”। এছাড়াও টলিউডের ‘সত্যবতী’ বলেন, “শুধু এটাই চাইব, ভবিষ্যত্‍‌ প্রজন্ম যেন দুধে-ভাতে থাকে। সবাই যেন খেতে পান, সবার মনে যে চেতনা শিক্ষার উদয় হোক৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 6 =