নয়াদিল্লি: করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়াল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচইউএল)৷ আগামী কয়েক মাসের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ২ কোটি লাইফবয় সাবান বিতরণ করার কথা ঘোষণা করল এই সংস্থা৷ সমাজের সেই সকল স্তরের মানুষের কাছে এই সাবান পৌঁছে দেওয়া হবে যাদের প্রয়োজন আছে৷
করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে গোদরেজ এবং পতঞ্জলির মতো সংস্থাগুলিও৷ সহজলোভ্য করতে সাবানের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা৷ পাশাপাশি বাড়ানো হচ্ছে উৎপাদন৷ হিন্দুস্তান ইউনিলিভারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘জনস্বার্থে লাইফবয় স্যানিটাইজার, লাইফবয় হ্যান্ডওয়াশ এবং ডোমেক্স ফ্লোর ক্লিনার্স-এর দাম ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷
প্রোডাক্টগুলি কম দামে বাজারে আনতে দ্রুত উৎপাদন শুরু করা হবে৷ কয়েক সপ্তাহের মধ্যেই সস্তায় বাজারে মিলবে এই প্রোডাক্টগুলি৷’’ এইচইউএল-এর সিএমডি সঞ্জীব মেবহতা বলেন, ‘‘এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছি৷ সংকট মোকাবিলায় সংস্থাগুলির বড় ভূমিকা আছে৷ ’’ এদিকে পতঞ্জলি আয়ুর্বেদের পক্ষ থেকে বলা হয়, ‘‘সাধারণ মানুষের সমস্যায় পাশে আছে পতঞ্জলি৷ করোনা মোকাবিলায় অ্যালোবেরা এবং হলদি-চন্দন সাবানের দাম ১২.৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বাবা রামদেব৷’’