মরুভূমিতে তুষারপাত! বিস্তীর্ণ মরুভূমির মাঝে মধ্যরাত্রিতে তুষারপাত!

মরুভূমিতে তুষারপাত! বিস্তীর্ণ মরুভূমির মাঝে মধ্যরাত্রিতে তুষারপাত!

 

বিচিত্র এই পৃথিবীতে বৈচিত্র্যের নিদর্শনের দর্শন মেলে প্রায়শই। কিন্তু এই নিদর্শন যদি হয় বিপরীতে মাঝে বিপরীত, তাহলে তা দেখে চক্ষুশূল হয় মানুষের। এরকম নিদর্শনের মধ্যে কখনো দেখা যায় জলের মাঝে আগুন, কখনো বা আগুনের মাঝে জলের ধারা। কিন্তু এসব অতি সাধারণ বিষয় হলেও চারিদিক বালুময় মরুভূমির মাঝে গভীর রাতে তুষারপাত! ঘটনাটা শুনতে অনেকটা অবাককর, অলীক ও অবান্তর মনে হলেও ঘটনার সত্যতা বয়ান করছে একটি ৩১ সেকেন্ডের ভিডিও।

সম্প্রতি মধ্য এশিয়ার বিস্তীর্ণ মরুভূমির মাঝখানে ঘটেছে প্রবল তুষারপাত। উষ্ণ বালির স্তরের উপর হিমশীতল বরফের চাদর চড়েছে। হ্যাঁ! এমন বিরল ঘটনা ঘটেছে সৌদি আরবের মরু এলাকায় এবং সংযুক্ত আরব আমিরশাহীর কিছু এলাকায়। নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছোট্ট ভিডিও ক্লিপে দেখা গেছে, মাঝরাত্রে বিস্তীর্ণ মরুভূমির মাঝখানে হচ্ছে প্রবল তুষারপাত এবং চারদিকে জমেছে হালকা তুষারের কণা। এই ভিডিওতে আরো দেখা গেছে, মরুভূমির উপর বিশ্রামরত কিছু ম’রুভূমির জাহাজ’ অর্থাৎ উট এই বিরল দৃশ্যের মাঝে বসে আছে ভ্যাবাচ্যাকা খেয়ে। অন্তর্জালে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে প্রকৃতির বিরূপ দৃশ্যের এই ভিডিওটি।

ইতিহাসের পাতা ঘাঁটলে বোঝা যায়, এরকম বিরল প্রাকৃতিক নিদর্শন কিন্তু নতুন কোনো ঘটনা নয়। এর আগেও ২০২০ সালের মার্চ মাসে এমন ঘটনার সাক্ষী থেকেছিল সৌদি আরবের বেশ কিছু মরু এলাকা। বিজ্ঞানীদের মতে এমন ঘটনা আগেও ঘটেছে মধ্য এশিয়ার মরু এলাকায়। তবে এমন বিরল ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা না মিললেও, পরিবেশবিদরা সৌদি আরবের ভৌগোলিক অবস্থানকে দায়ী করছেন এই ঘটনার জন্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *