তামিলনাড়ু: পেশায় আইনজীবী৷ নাম তাঁর স্নেহা পার্থিবরাজ৷ তামিলনাড়ুর তিরুপাত্তুর এলাকার বাসিন্দা৷ বর্তমানে ভারতের প্রথম ধর্ম-বর্ণহীন মহিলা হিসেবা পেয়েছেন সরকারি স্বীকৃতি৷ দীর্ঘ লড়াইয়ের পর স্নেহাকে এই স্বীকৃতি দিয়েছেন খোদ তামিলনাড়ু সরকারের কাছ থেকে৷
ভাবছেন এও আবার হয় নাকি! ভারতের মতো ধর্ম-বর্ণের দেশে এটা কি সম্ভব! হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করেছেন এই মহিলা। ছোট থেকেই বিভিন্ন ফর্ম পূরণের সময় ধর্ম ও বর্ণের জায়গাগুলিকে স্নেহা খালি রেখে দিতেন৷ অনেককেই প্রশ্নের উত্তর দিতে হত তাঁকে৷ এরপর ২০১০ সাল থেকে স্নেহা আইনি লড়াই শুরু করেন৷ পাশে পেয়েছিলেন স্বামী পার্থিবরাজকে৷
দীর্ঘ লড়াই চালান পেশায় আইনজীবী স্নেহা৷ অবশেষে খোদ তামিলনাড়ু সরকার সমন পাঠিয়ে জানিয়ে দেন স্নেহা এই লড়াইয়ে জয়ী হয়েছেন। সরকারি স্বীকৃতিতে তাঁর একমাত্র পরিচয় তিনি ভারতীয়৷ কোনও জাত বা কোনও ধর্ম দিয়ে স্নেহার পরিচয় করা যাবে না৷ এ যেন এক নিঃশব্দ বিপ্লব৷ স্নেহা এবার থেকে গর্বের সঙ্গে নিজেকে একজন ধর্ম-বর্ণহীন মানুষ হিসাবে পরিচয় দিতে পারবেন৷