শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হল না, ব্রেন স্ট্রোকে অকাল মৃত্যু এসএলএসটি আন্দোলনকারীর

শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হল না, ব্রেন স্ট্রোকে অকাল মৃত্যু এসএলএসটি আন্দোলনকারীর

imagesmissing

কলকাতা: স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার৷ তার জন্য আপ্রাণ লড়াইও চালিয়েছিলেন৷ হকের চাকরির দাবিতে কলকাতায় রাজপথে নেমেছিলেন তিনি৷ কিন্তু, স্বপ্ন পূরণ হওয়ার আগেই সব শেষ৷ ব্রেন স্ট্রোক কাড়ল প্রাণ৷ অকালে চলে গেল এসএলএসটি আন্দোনকারীর প্রাণ৷ 

চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ইমরান হোসেন। রবিবার আচমকাই ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় তাঁর৷ বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের আমিনপুর বাজারপাড়ার ছেলে ইমরান৷ শনিবার বাড়িতে গিয়েছিলেন তিনি৷ রবিবার সেখানেই মৃত্যু হয় তাঁর।

প্রায় চার বছর ধরে এসএসসি পরীক্ষার দাবিতে আন্দোলন চালাচ্ছিল নিউ এসএলএসটি মঞ্চ। ২০২০ সাল থেকে এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইমরান। দিনের পর দিন নিয়োগের দাবিতে শহীদ মিনারের মঞ্চে ধরণা দিয়েছেন৷ হাজার তিনেক চাকরিপ্রার্থী এই আন্দোলনের সঙ্গে যুক্ত। 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *