বন্ধু প্রণবের মৃত্যুতে মূহ্যমান শেখ হাসিনা, শোক নেপালের প্রধানমন্ত্রীর

আজ, ৩১ আগস্ট প্রণব মুখোপাধ্যায় ইহজীবনের মায়া ত্যাগ করে চলে গেলেন। মৃত্যুকালে প্রণব বাবুর বয়স হয়েছি ৮৪ বছর। ভারতের রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক তথা বাংলাদেশের অভিন্ন হৃদয়ের বন্ধু প্রণব মুখোপাধ্যায়ে'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নিজস্ব প্রতিবেদন: আজ, ৩১ আগস্ট প্রণব মুখোপাধ্যায় ইহজীবনের মায়া ত্যাগ করে চলে গেলেন। মৃত্যুকালে প্রণব বাবুর বয়স হয়েছি ৮৪ বছর। ভারতের রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক তথা বাংলাদেশের অভিন্ন হৃদয়ের বন্ধু প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকে মুহ্যমান ও স্মৃতিকাতর হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বঙ্গবন্ধু পরিবার ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বহু স্মৃতি হাসিনা স্মরণ করেছেন। শোকবার্তায় শেখ হাসিনা জানিয়েছেন, “বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ অবদান কখনও ভোলার নয়। আমি সবসময় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করি।”

হাসিনা আরও বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান হত্যা ঘটনার, ভারতে নির্বাসিত থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে সবসময় সহযোগিতা করেছেন।” পাশাপাশি হাসিনা জানিয়েছেন, দুঃসময়ে প্রণব বাবু তাঁর পরিবারের খোঁজখবর রাখতেন এমনকি যেকোনও প্রয়োজনে হাসিনার নিজের ছোট বোন শেখ রেহানারও পাশে দাঁড়িয়েছেন। দেশের ফেরার পরও প্রণব মুখোপাধ্যায় সর্বদা সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন। প্রণব বাবুকে নিজের অভিভাবক ও পারিবারিক বন্ধু বলে উল্লেখ করেছেন হাসিনা।

শেখ হাসিনা বলেন, “প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।” অবশেষে প্রণব বাবুর পরিবারের সদস্যদের সহমর্মীতা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন হাসিনা।

পাশাপাশি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি'ও প্রণব বাবুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি টুইটারে বলেছেন, নেপাল একজন সত্যিকারের বন্ধুকে হারাল। ভারত-নেপাল সম্পর্কে প্রণব মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য অবদানকে তিনি স্মরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =