six children dead
কলকাতা: ইদের সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে হরিয়ানার নারনায়ুলে স্কুল বাস উল্টে মৃত্যু হল ছয় শিশুর। আহত প্রায় ১২ জন স্কুল পড়ুয়া। বৃহস্পতিবার ইদ উপলক্ষে ছুটি রয়েছে প্রায় সব স্কুল৷ তবে ওই স্কুলটি খোলা ছিল৷ সকালে পড়ুয়াজের নিয়ে স্কুলে যাওয়ার সময়ই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহত পড়ুয়াদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, বাসটি কানিনা উনহানি গ্রামের জিএল পাবলিক স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল। জেলা শিক্ষা আধিকারিক জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে৷ তথ্য খতিয়ে দেখে জানা গিয়েছে, বাসটির ফিটনেস শংসাপত্রের মেয়াদ ছয় বছর আগে ২০১৮ সালে শেষ হয়ে গিয়েছে৷ অভিশপ্ত ওই বাসে এদিন চতুর্থ থেকে দশম শ্রেণির ৩৫ থেকে ৪০ জন পড়ুয়া ছিল।