নয়াদিল্লি: লোকসভায় বিরোধীদের একহাত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিছুদিন আগে জিএসটি কাউন্সিলের বৈঠকে তিনি বলেছিলেন, ‘‘কোভিডে ভগবানের হাত রয়েছে, সেই কারণেই দেশের আর্থিক ক্ষতি হচ্ছে, সেখানে আমাদের কিছু করার নেই৷’’ এই মন্তব্যের পর বিরোধীরা তাঁর সমালোচনা করেছিলেন৷ সিপিএম-তৃণমূল সহ একাধিক বিরোধী দলের নেতারা সীতারমনের এই মন্তব্যের পরে কটুক্তি করেছিলেন৷ এবার তাদের বিরুদ্ধে লোকসভায় সীতারমন বললেন, ‘‘সাধারণ মহিলা অর্থমন্ত্রী অ্যাক্ট অফ গড বললে সেটা নিয়ে রসিকতা করা হচ্ছে, কিন্তু ল্যাটিনে ফোর্স মেজিইউর বললে সবাই মেনে নিত৷’’
তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে লোকসভায় দাবি করেন সীতারমন৷ বলেন, ‘‘আমাকে পাড়ার কাকিমাদের মতো দেখতে বলেই আমার বক্তব্যের সমালোচনা করা হচ্ছে৷’’ তিনি এও বলেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা বিরোধীদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। শুক্রবার লোকসভায় অতিরিক্ত অর্থরাশির জন্য হওয়া বিতর্কের সময় অনেকেই ‘অ্যাক্ট অফ গড’ শব্দটি উল্লেখ করেন৷ এরপরেই সীতারমন একহাত নেন বিরোধীদের। তাঁর কথায়, অতিমারী পরিস্থিতির জন্য ল্যাটিন শব্দ ফোর্স মেজিইউর বলায় কোনও অসুবিধা থাকতে নাও পারে৷ কিন্তু এজন অর্থমন্ত্রী যদি ‘অ্যাক্ট অফ গড’ শব্দটি ব্যবহার করেন, তাহলে তাঁকে তো কটাক্ষের মুখোমুখি হতে হবেই৷
সীতারমন এই নিয়ে প্রশ্ন তোলেন লোকসভায়। তিনি অভিযোগ করেন, তিনি অতি সাধারণে তাঁর কর্তব্য সামলাচ্ছেন। সেই কারণেই তাঁর মন্তব্য নিয়ে রসিকতা করছে বিচক্ষণ মহল। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, তিনি কখনওই এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কেন্দ্র দায় ঝেড়ে ফেলবে- একথা বলেননি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় এদিন বলেন, কেন্দ্র তার দায় সর্বদা মেটানোর চেষ্টা করে এবং ভবিষ্যতেও করবেও। সেক্ষেত্রে রাজ্যগুলির টাকা দেওয়ার যে আশ্বাস প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি দিয়েছিলেন, তা সম্পূর্ণরূপে পালন করা হবে। এরপর তিনি বিরোধীদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দেন, তিনি সমালোচনা শুনতে রাজি কিন্তু ব্যাঙ্গ শুনতে নয়।