নয়াদিল্লি: আসন্ন বাজেট অধিবেশনেই ঘোষণা করা হতে পারে অষ্টম পে কমিশনের৷ আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মচারীরা৷ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করচে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ আগামী ১ ফেব্রুয়ারি বাজেট৷
আরও পড়ুন- বদলে গেল রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত বাগানের নাম! মুঘল গার্ডেন এখন থেকে ‘অমৃত উদ্যান’
কেন্দ্রীয় কর্মচারীদের প্রত্যাশা মতো অর্থমন্ত্রী যদি সত্যই অষ্টম বেতন কমিশন ঘোষণা করে থাকেন, তাহলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে৷ নিম্ন স্তর থেকে শীর্ষ পর্যায়ে সকল সরকারি আধিকারিকদেরই বেতন বাড়বে৷
অষ্টম পে কমিশন এলে কতখানি উপকৃত হবেন সরকারি কর্মচারীরা?
মূলত, বেতন কমিশনের উপরেই কর্মচারীদের বেতন ও ভাতা নির্ভর করে। বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের। মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন আনলে সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। বাড়বে ফিটমেন্ট ফ্যাক্টর৷
সাধারণত প্রতি দশ বছর অন্তর কর্মচারীদের বেতন কমিশন কার্যকর করা হয়। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের ক্ষেত্রে এই ১০ বছরের প্যাটার্নই পরিলক্ষিত হয়েছে। সরকারি কর্মচারীদের আশা ২০২৩ সালেই অষ্টম বেতন কমিশন নিয়ে ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে ২০২৬ সাল নাগাদ এই কমিশনের ভিত্তিতে বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের৷
দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট জনমুখী হতে চলেছে বলেই বিশেষজ্ঞদের অনুমান। সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য বাজেটে একাধিক ঘোষণা হতে পারে। বিভিন্ন সেক্টরগুলির যে দাবি দাওয়া রয়েছে, সেগুলি পূরণের চেষ্টাও করতে পারে৷ পাশাপাশি মনে করা হচ্ছে, এবারের বাজেটে গুতুত্ব দেওয়া হতে পারে মধ্যবিত্ত শ্রেণির উপর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>