সিড-কিয়ারার বিয়েতে হবে এলাহি ভূরিভোজ! জানেন কত রকম পদ থাকছে মেনুতে?

সিড-কিয়ারার বিয়েতে হবে এলাহি ভূরিভোজ! জানেন কত রকম পদ থাকছে মেনুতে?

 জয়সলমের: বছরের শুরুতেই বলিউডে বিয়ের সানাই৷ রাজস্থানের জয়সলমেরে গাঁটছড়া বাঁধতে চলেছেন দুই লাভ বার্ডস সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী৷ সূর্যগড় প্রাসাদে চলছে রাজকীয় আয়োজন৷ কারণ এখানেই বসছে সিড-কিয়ারার বিয়ের আসর৷ এই তারকা জুটিকে নিয়ে তাই এখন চর্চার অন্ত নেই৷ আগামীকাল, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা৷ তেমনটাই খবর। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে শুরু হয়ে গিয়েছে অতিথিদের আনাগোনা। সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়েতে যোগ দিতে মুম্বই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন করণ জোহর, শাহিদ ও মীরা কাপুর, মণীশ মালহোত্রার মতো তারকারা। 

আরও পড়ুন- ‘আদিল আমাকে জোকার ভাবে’! পরকীয়া বিতর্কের মাঝেই কান্নায় ভাঙলেন রাখি

জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে শুধু চাঁদের হাটই বসেনি, আয়োজন করা হয়েছে এলাহি খাওয়াদাওয়ার৷ তারকা যুগলের বিয়েতে কী কী পদ হচ্ছে, তা নিয়েও চর্চার শেষ নেই বি টাউনে। যেহেতু রাজস্থানে বিয়ের আসর বসছে, তাই মেনুতেও থাকছে রাজস্থানি ছোঁয়া। রাজস্থানেরর বিখ্যাত ডাল-বাটি-চুর্মা ‌তো থাকছেই৷ শুধু তাই নয়, থাকছে ৮ রকম চুর্মা ও ৫ রকম বাটি। এ ছাড়াও থাকছে অওধি ও রাজপুতানা খাবারের নানা রকমারি পদ! রাজস্থানি খাবার ছাড়াও পাঞ্জাব স্পেশাল খানাপিনও থাকছে তারকা অতিথিদের জন্য। শেষ পাতে শীতকালীন রকমারি মিষ্টির আয়োজনও করা হয়েছে। ভারতীয় খানাপিনা ছাড়াও সিড-কিয়ারার বিয়ের মেনুতে রাখা হয়েছে ইটালীয়, চাইনিজ, কোরিয়ান, এবং থাই খাবার৷ প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কাউন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =