তৃণমূলে রচনা, প্রাক্তন স্বামী গেলেন বিজেপিতে, দিল্লির সদর দফতরে গিয়ে যোগদান

তৃণমূলে রচনা, প্রাক্তন স্বামী গেলেন বিজেপিতে, দিল্লির সদর দফতরে গিয়ে যোগদান

siddhant mahapatra

কলকাতা: লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।  ভোটের আগে প্রচারে ঝড় তুলেছেন ‘দিদি নম্বর ১।’ এরই মধ্যে রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র ছুটলেন দিল্লিতে বিজেপি’র সদর দফতরে। লক্ষ্মীবারে আনুষ্ঠানিকভাবে গেরুয়া হলেন সিদ্ধান্ত। সূত্রের খবর, আসন্ন লোকসভা ভোটে প্রার্থী করা হতে পারে তাঁকে৷ 

শোনা যায়, ওড়িয়া ছবির জনপ্রিয় নায়ক সিদ্ধান্ত মহাপাত্রর সঙ্গে গোপনে বিয়ে সেরেছিলেন রচনা৷ এর আগে ওড়িশার শাসক দল বিজু জনতা দলের সদস্য ছিলেন সিদ্ধান্ত৷ ২০০৯ সালে ওড়িশার ব্রহ্মপুর লোকসভা আসন থেকে ভোটে লড়েন। জয়ীও হন৷ ২০১৪ সালেও ওই আসন থেকে দ্বিতীয়বার জিতে সংসদে যান। ২০১৯ সালে তাঁকে টিকিট দেয়নি দল৷ বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন সিদ্ধান্ত। সম্ভবত, লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে তাঁকে৷ বহু বাংলা ছবিতেও অভিনয় করেছেন সিদ্ধান্ত৷ জুটি বেঁধেছিলেন রচনার সঙ্গেও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =