আন্দোলন অব্যাহত, স্যালাইন হাতে হাসপাতাল থেকে সোজা অনশন মঞ্চে টেট পাশ পিয়ালি

আন্দোলন অব্যাহত, স্যালাইন হাতে হাসপাতাল থেকে সোজা অনশন মঞ্চে টেট পাশ পিয়ালি

6c04a89a596d727108e166627e7d54da

কলকাতা:  চাকরির দাবিতে আমরন অনশনে বসেছেন ২০১৪ টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা৷ চারদিন ধরে একই ভাবে চলছে তাঁদের আন্দোলন৷ পেটে নেই দানা-পানি৷ অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই৷ তবে তাঁরা অবস্থানে অনড়৷ এমনকি হাসপাতাল থেকে স্যালাইন নিয়ে ফের অনশন মঞ্চে ফইরলেন টেট উত্তীর্ণ প্রার্থী। শরীর ভাঙলেও, ভাঙবেন না ধনুক ভাঙা পণ৷ 

আরও পড়ুন- রাজনৈতিক বঞ্চনার শিকার সৌরভ, আইসিসি’তে না পাঠানো দুর্ভাগ্যজনক বলছেন মমতা

বৃহস্পতিবার আন্দোলনের চতুর্থ দিনেও জারি রয়েছে টেট উত্তীর্ণ প্রার্থীদের আমরণ অনশন। সল্টলেকের করুণাময়ীতে আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবনের ঠিক সামনেই রয়েছে ২০১৪ সালের টেট উর্ত্তীর্ণদের এই অনশন মঞ্চ৷ তবে বৃহস্পতিবার বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েছে বলে খবর৷ এখনও পর্যন্ত মোট তিরিশ জনের অসুস্থতার খবর জানা গিয়েছে৷ আজ সকালেই অনশন মঞ্চ থেকে অসুস্থ অবস্থায় ৩ জনকে নিয়ে যাওয়া হয় বিধাননগর সেবা হাসপাতালে। তাঁরা হলেন পিয়ালি দে, রোকেয়া খাতুন এবং জয়িতা মণ্ডল৷ তাঁদের মধ্যে পিয়ালিকে স্যালাইন দেওয়ার প্রয়োজন বোধ করেন চিকিৎসকরা। তবে দেখা যায়, স্যালাইন নিয়েই ফের অনশনে বসেছেন পিয়ালি। আবার দুধের সন্তানকে কোলে নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন জয়িতা। সুগার এবং উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাঁর৷ বৃহস্পতিবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। অপর এক চাকরিপ্রার্থী রোকেয়া আবার স্পন্ডিলাইটিস রোগী। সাময়িক ভাবে তাঁরা দুর্বল হয়ে পড়লেও, কোনও অসুস্থতা তাঁদের লক্ষ্য থেকে টলাতে পারেনি।

এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই সোজা করুণাময়ী পৌঁছন পিয়ালি৷ হাতে স্যালাইন৷ তিনি জানান, গত তিন-চার দিন ধরে খাওয়াদাওয়া নেই। জলটুকুও মুখে দেয়নি কেউ। অনশন মঞ্চে শৌচাগারের উপযুক্ত ব্যবস্থাও নেই। যার জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে কোনও ভাবেই অনশন থেকে পিছিয়ে আসবেন না৷ চাকরির নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত এই লড়াই জারি থাকবে৷