সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দুর ভাই, চর্চায় অধিকারী পরিবার

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দুর ভাই, চর্চায় অধিকারী পরিবার

কলকাতা: সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আদালতে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী৷ পুর প্রশাসক পদ থেকে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজয়ী পুর প্রশাসক৷ নতুন বছরের শুরুতেই মামলার শুনানি হওয়ার কথা৷ 

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর গত ২৮ ডিসেম্বর রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের সচিবালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ সেখানে কাঁথি পুরসভার প্রশাসক মন্ডলীতে বদল আনা হয়৷ পুর প্রশাসকের পর থেকে সৌমেন্দু অধিকারীকে অপসারণ করা হয়৷ দীর্ঘদিন ধরেই তিনি এই পুরসভার প্রশাসক পদে ছিলেন৷ এর আগে সৌমেন্দুর পদে ছিলেন শুভেন্দু অধিকারী৷ দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে অধিকারী পরিবারের হাতে ছিল কাঁথি পুরসভার দায়িত্ব৷ পদ চলে যেতেই সরকারি  সিদ্ধান্তের বিরুদ্ধে  ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ এবার আরও এক ধাপ এগিয়ে সৌমেন্দু অধিকারীর হাইকোর্টে মামলা দায়ের করেছেন৷  আইনজীবীরা জানাচ্ছেন, আগামী ৪ জানুয়ারি মামলার শুনানি হতে পারে৷ আইনজীবী মহলের দাবি, পুরো প্রশাসককে বদল করা নতুনত্বের কিছু নেই৷ প্রশাসককে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের আছে৷ কিন্তু যেভাবে সৌমেন্দু অধিকারীর অপসারণ করা হয়েছে, সেটা বিচার্য বিষয় হতে পারে৷ এই সিদ্ধান্ত রাজনৈতিক কিনা, তা নিয়ে হতে পারে বিচার্য বিষয়৷  

ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ইতিমধ্যেই বিজেপি নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। একের পর এক জনসভায় এবং ভাষণ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন তিনি। শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর তাঁর পরিবারকে নিয়ে সন্দেহের জায়গা তৈরি হয়েছে, সেই কারণেই হয়তো বড় সিদ্ধান্ত নেওয়া হয়৷ কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে অপসারিত করা হয়৷ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স থেকে অপসারিত হন তিনি৷  শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর কাঁথিতে যে সভা করেছিল, তৃণমূল কংগ্রেস সেখানে অধিকারী পরিবারের কাউকেই দেখা যায়নি। এদিকে সবার মঞ্চ থেকে বক্তৃতা দিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, কাঁথিতে কোনো একটা পরিবারের দখল নেই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, খড়দহের সভা থেকে শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন, তিনি তাঁর বাড়িতেও পদ্ম ফোটাবেন! এই আবহের মধ্যে কাঁথি পুরসভার প্রশাসক পর থেকে সৌমেন্দু অধিকারীকে অপসারিত করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ সব মিলিয়ে এখন বেশ উত্তেজনামূলক পরিস্থিতি বঙ্গ রাজনীতিতে। 

কাঁথি পুরসভার প্রশাসক পথ থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে অপসারিত
কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁকে বলা হচ্ছে কেন তার লজ্জা হচ্ছে না সেই বাড়িতে থাকতে যেখানে সবাই ঘাস ফুল এবং তিনি একা পদ্মফুল। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সামনেই বাসন্তী পুজো, রামনবমী আসছে। তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে! একইসঙ্গে শুভেন্দুর দাবি, শুধু তাঁর নিজের বাড়িতে নয়, বাকিদের বাড়িতে ঢুকে পদ্ম ফোটাবেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলায় এখন কাটমানি আর সিন্ডিকেট রাজ চলছে। ‘পিসি-ভাইপোর’ সরকার আর ফিরবে না। পাশাপাশি বাংলায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চলছে সেই অভিযোগ এদিন ফের করেন শুভেন্দু। সঙ্গে হুঁশিয়ারিও দেন, সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *