‘দিনে ৮-১০টা পাউচ খান সাংসদ’, নাম না করে তীব্র বর্ধমকটাক্ষ শুভেন্দুর

‘দিনে ৮-১০টা পাউচ খান সাংসদ’, নাম না করে তীব্র বর্ধমকটাক্ষ শুভেন্দুর

মেদিনীপুর: নাম না করে তৃণমূলের দাপুটে সাংসদকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, “সাংসদ তো পাউচ খান দিনে আটটা-দশটা।” বুধবার মেদিনীপুরের ভগবানপুরের অর্জুন নগরে তফশিলি মোর্চার জনসভা থেকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে খুল্লামখুল্লা আক্রমণ করেন শুভেন্দু।

দীর্ঘ টানাপোড়েন পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী৷ দলবদলের জল্পনা প্রসঙ্গে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বিদ্যাসাগরের দেশে বিশ্বাসঘাতক। মেদিনীপুরে তাহলে এখন বিশ্বাসঘাতক জন্মায়।’’ বুধবার ভগবানপুরের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বললেন, “ওদের শ্রীরামপুরের সাংসদ নাকি বলেছে মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায়? মেদিনীপুরের মানুষ আপনারা, এই কথার জবাব কিন্তু ভোটে দিতে হবে।”

প্রাক্তন তৃণমূল হেভিওয়েট নেতা আরও বলেন, “মেদিনীপুরে বিশ্বাসঘাতক নয়, বিদ্যাসাগর জন্মায়। শ্রীরামপুরের সাংসদ বাবু দিনে আটটা-দশটা পাউচ তো খান, বর্ণপরিচয় না থাকলে উনি তো নিজের আর পরিবারের নামই লিখতে পারতেন না।” তিনি কটাক্ষ করে বলেন, “নিজের নাম লেখার যোগ্যতা তো মেদিনীপুর দিয়েছে, বিদ্যাসাগর দিয়েছেন।” অর্জুননগরের মঞ্চ থেকে এদিন মেদিনীপুরের ভূমিপুত্র জোর গলায় বললেন, “বিজেপি কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে হিন্দু-মুসলমান করে না। প্রধানমন্ত্রীর একটা প্রকল্প বলুন দেখি, যেটা কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায় পেয়েছে? লকডাউনে ঘরে বসে বিনামূল্যে রান্নার গ্যাস পেয়েছেন সবাই? মায়েদের অ্যাকাউন্টে ৫০০ টাকা করে ঢুকেছে? মোদিজির ৫ কেজি চাল আর ১ কেজি ডাল পেয়েছেন সবাই? কই এখানে তো হিন্দু-মুসলমান করেনি বিজেপি।” কেন্দ্রের শাসকদল ‘সবকা সাথ সবকা বিকাশ’ নীতিতে চলে বলে দাবি করে এদিন বিজেপি সরকারের নেতৃত্বে সোনার বাংলা গড়ার আহ্বান করলেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =