লিড নিলেন শুভেন্দু, এগিয়ে বাবুল, টেক্কা দিচ্ছেন ফিরহাদ

লিড নিলেন শুভেন্দু, এগিয়ে বাবুল, টেক্কা দিচ্ছেন ফিরহাদ

কলকাতা:  কী হবে দিনের শেষের ফলাফল৷ উদ্বেগে গোটা বাংলা৷ বিশেষ নজর রয়েছে তারকা ও হেভিওয়েট প্রার্থীদের দিকে৷ তবে গোটা দেশের নজর আটকে নন্দীগ্রামে৷ এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে নন্দীগ্রামে প্রথম রাউন্ডে ১ হাজার ৪৯৭ ভোটে লিড করছেন শুভেন্দু অধিকারী৷ 

আরও পড়ুন- 

অন্যদিকে, কলকাতা বন্দরে প্রায় ৬ হাদার ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম৷ সোনারপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র৷ টালিগঞ্জে এগিয়ে বিজেপি’র বাবুল সুপ্রিয়, পিছিয়ে রয়েছেন অরূপ বিশ্বাস৷ শিবপুরে এগিয়ে মনোজ তিওয়ারি৷ বালিগঞ্জে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়৷ সকাল থেকে এগিয়ে থাকলেও চুঁচুড়ায় পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷  এছাড়াও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি। ইটাহার, করণদিঘি, হেমতাবাদ, গোয়ালপোখর এবং চোপড়ায় এগিয়ে তৃণমূল।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =