ব্রেকিং: সরকারি নিরাপত্তা ছাড়লেন শুভেন্দু, এবার কি মন্ত্রিত্ব ছাড়বেন?

ব্রেকিং: সরকারি নিরাপত্তা ছাড়লেন শুভেন্দু, এবার কি মন্ত্রিত্ব ছাড়বেন?

 

কলকাতা: জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল৷ এবার সেই জল্পনায় কার্যত জল ঢেলে প্রায় জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সরকারি নিরাপত্তা ছেড়ে দেওয়ার ঘোষণা রয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা৷ চেয়ারম্যান পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর শুভেন্দুর নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা৷

আচমকা সরকারি মনোনীত হুগলি নদী ব্রিজ কমিশনার বা এইচআরবিসির চেয়ারম্যান পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন শুভেন্দু৷ এরপর সরকারি সমস্ত নিরাপত্তার প্রত্যাহারের সিদ্ধান্ত নতুন করে মাত্রা বাড়িয়েছে৷ মন্ত্রী হিসাবে এতদিন প্রায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী৷ নিজের পাইলট কার ও এসকর্ট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

রাজ্য পুলিশ সূত্রে খবর, শুভেন্দু জেড ক্যাটাগরি নিরাপত্তা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ নিজেই সিদ্ধান্ত জানিয়ে নিরাপত্তা ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি৷  কিন্তু আচমকা কেন এই সিদ্ধান্ত? ইতিমধ্যেই সঙ্গে দফায় দফায় তৃণমূলের শীর্ষ এক নেতার সঙ্গে বৈঠক করেছেন ক্ষোভ কমানো চেষ্টা হয়েছে৷ তারপর হলদ নদী ব্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়া ও  মন্ত্রী হিসেবে নিরাপত্তা প্রত্যাহার তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

এর আগে দলের একাধিক গুরুত্বপূর্ণ পদ হারিয়েছেন শুভেন্দু৷ হুগলি নদী ব্রিজ কমিশনারের চেয়ারম্যান পদ থেকেও দিয়েছেন ইস্তফা৷ এই মুহূর্তে শুভেন্দুর হাতে সব থেকে বড়পদ রয়েছে মন্ত্রিত্ব৷ একের পর এক পদ থেকে ইস্তফা, নিরাপত্তা প্রত্যাহারের পর এবার কি মন্ত্রী পদ থেকেও নিজেকে সরিয়ে নেবেন? জাল মাপছে রাজনৈতিক মহল৷

সরকারি এইচআরবিসি চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুর ইস্তফা ও সরকারি নিরাপত্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত দলের অন্দরে শুরু হয়েছে জল্পনা৷ তৃণমূলের একাধিক প্রথমসারির নেতাদের অনুমান, পরপর দু’টি গুরুত্বপূর্ণ  সিদ্ধান্ত শুভেন্দুর দলত্যাগের প্রক্রিয়ার প্রথম ধাপ হতে পারে৷ এর পর শুভেন্দু মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিতে পারেন৷ এখন দেখার তৃণমূল নেতাদের একাংশের অনুমান সত্যি করে শুভেন্দু আদৌ মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন কি না৷  অতঃপর তাঁর দলত্যাগ স্রেফ সময়ের অপেক্ষা বলেও মনে করছেন অনেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =