‘রক্তাক্ত সূর্যোদয়ে’র সকালে বড় ‘বোমা’ ফাটাবেন শুভেন্দু? দিলেন স্পষ্ট ইঙ্গিত!

‘রক্তাক্ত সূর্যোদয়ে’র সকালে বড় ‘বোমা’ ফাটাবেন শুভেন্দু? দিলেন স্পষ্ট ইঙ্গিত!

72f482a1ecd5351056ea831ba37f1a46

 নন্দীগ্রাম: তাঁকে নিয়ে ছিল বিস্তর জল্পনা৷ এই প্রথম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর দল তৃণমূলকে এড়িয়ে নন্দীগ্রামে ‘শহিদ দিবস’ পালন করলেন শুভেন্দু অধিকারী৷ ‘শহিদ দিবসে’র মঞ্চ থেকে কার্যত একের পর এক বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু৷ পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও দিলেন বার্তা৷ দলবদল না কি নতুন দল গঠন? আগামী ৭ জানুয়ারি সেই জল্পনার অবসান ঘটাবেন শুভেন্দু?

আজ নন্দীগ্রামে ‘শহিদ স্মরণ’ মঞ্চ থেকে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে গেলেন শুভেন্দু অধিকারী৷ সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘যাঁরা রাজনৈতিক বিশ্লেষক, অপেক্ষা করে আছেন, শুভেন্দু অধিকারী কি করবেন, হ্যাঁ আমি রাজনৈতিক মঞ্চ থেকে রাজনীতির কথা বলব৷ আমার মত কী? পথ কী? আমার চলার পথ কোথায়? স্বচ্ছন্দ কোথায়? সেটা তো রাজনৈতিক মঞ্চ থেকে বলব৷ এই পবিত্র মঞ্চ থেকে বলবে না৷ এই মঞ্চে আমি বলব না৷ এই পবিত্র মঞ্চে রাজনীতি আমি করি না৷ ভবিষ্যতেও করব না৷ পরিষ্কার কথা বলে গেলাম৷’’

শহীদদের নাম ধরে ধরে জয়ধ্বনি দিতে গেলে তাৎপর্যপূর্ণভাবে ‘ভারত মাতা’র স্লোগান তুলে ধরেন শুভেন্দু৷ ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা গিয়েছে তাঁকে৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর মুখে হঠাৎ কেন ‘ভারত মাতা’র জয়ধ্বনি? তৃণমূলের নেতারা যে সমস্ত স্লোগান ব্যবহার করে থাকে রাজনৈতিক সমাবেশ, তার কাছাকাছিও না হেঁটে বরং ‘ভারত মাতা’র জয়ের ধ্বনি দিয়ে আদতে কী বোঝাতে চাইলেন শুভেন্দু? ‘ভারত মাতা’র জয়ের ধ্বনি তো বিজেপি নেতাদের মুখে বেশি শোনা যায়৷

শুধু ‘ভারত মাতা’র জয়ের ধ্বনি নয়, এরপরও তাৎপর্যপূর্ণভাবে কটাক্ষ করেন শুভেন্দু৷ জানান, ‘‘১৩ বছর পরে নন্দীগ্রামের কথা মনে পড়ছে? খুব ভালো লাগছে?’’ এরপর তাঁর অনুগামীদের রাজনীতির মঞ্চে দেখা হবে বলে জানিয়েছেন শুভেন্দু৷ আগামী ৭জানুয়ারি ‘নন্দীগ্রামে সূর্যোদয়ে’র দিনেও রেখেছেন কর্মসূচি৷ জানান, ‘‘৭ জানুয়ারি সূর্য ওঠার আগে আপনারা আসবেন তো? ভোটের আগে এসেছেন, ভোটের পরে তো আসতে হবে৷’’ রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু৷ সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘রাজনীতির মঞ্চে দেখা হবে৷ লড়াইয়ের মাঠে দেখা হবে৷ সঙ্গে আছেন তো? গটা বাংলা জিতবে৷ শুভেন্দু অধিকারী কাউকে ভয় করে না৷’’

নিজের রাজনৈতিক অবস্থান এখনও স্পষ্ট করেননি শুভেন্দু৷ দিয়েছেন বড় ইঙ্গিত৷ প্রশ্ন উঠছে, আগামী ৭ জানুয়ারি সূর্যোদয় আগেই কি নতুন কিছু ঘোষণা করবেন শুভেন্দু? নতুন দল ঘোষণা করে রাজনৈতিক আন্দোলনে নামবেন শুভেন্দু? নাকি বিজেপিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াই করবেন? জল্পনা এখনও জারি৷ জবাব মিলতে পারে নতুন বছরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *