পুরভোটের আগে কর নিয়ে কলকাতাবাসীদের জন্য গুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দুর

পুরভোটের আগে কর নিয়ে কলকাতাবাসীদের জন্য গুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দুর

কলকাতা: বিজেপি’র রাজ্য সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতাবাসীদের জন্য একাধিক প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এদিন তিনি বলেন, কলকাতার প্রাচীন হাউস ওনার্সদের সংগঠন কলকাতা পুরভোটে ‘নোটা’য় ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন৷ কারণ তাঁদের কর্পোরেশন টেক্স সংক্রান্ত বিষয়ে  শাসকদলের কাছ থেকে বিগত সাড়ে ১৬ বছর কোনও রকম সমস্যার সমাধান পাননি৷ হতাশ হয়েই তাঁরা নোটাতে ভোট দেওয়ার জন্য এই আবেদন জানিয়েছে৷ কলকাতার যে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ এখনও নিজেদের বসত বাড়ি প্রোমোটারদের হাতে তুলে দেননি এমনকী কোনও ভাড়াটেও রাখেননি, তাঁরা তৃণমূল পরিচালিত কর্পোরেশন দ্বারা অবহেলিত৷ তাঁদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করেছে ভারতীয় জনতা পার্টি৷ 

আরও পড়ুন- ‘বীজ ছড়াব, আবর্জনা সাফ করে কীটনাশক দেব’, সিঙ্গুর থেকে হুঁশিয়ারি শুভেন্দুর

এদিন বিজেপি’র তরফে কলকাতার মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কর্পোরেশন ট্যাক্স সংক্রান্ত বিষয়ে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়৷ শুভেন্দু বলেন-

•    বিজেপি কর্পোরেশন গড়লে মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের উপর স্কোয়ারফিট অনুযায়ী কেএমসি’র কর চাপানো হবে না৷
•    পুরনো বাড়িওয়ালার উপর করের যে বাড়তি বোঝা রয়েছে তার নিষ্পত্তি করা হবে৷ কোনও রকম সুদ বা পুরনো করের বোঝা চাপানো হবে না৷ 
•     বাণিজ্যিক ভাবে ভাড়াটিয়া রেখে যে বাড়ি ব্যবহৃত হয় না, তাঁদের কর নির্ধারনের পদ্ধতি সহজ করা হবে৷ আগামী দিনে যাতে তাঁদের আরও কম ট্যাক্স দিতে হয়, সেই অঙ্গীকারও করছে বিজেপি৷ 
•     এছাড়াও প্রিমিসেস টেনেন্সি আইন ও কেএমসি আইনের মধ্যে সমতা এনে নতুন বিল আনার দাবি জানানো হবে৷ 
•     বর্তমানে স্কোয়ারফিটের ভিত্তিতে করের ক্ষেত্রে বকেয়া করের বিষয় নিষ্পত্তি করার ব্যবস্থা থাকবে৷ কোনও ক্ষেত্রেই বকেয়া করের জন্য বাড়ি নিলাম করা যাবে না৷ 
•     বস্তিবাসীদের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল আনা হয়েছিল৷ বিধানসভা ভোটের আগেও বোরো অফিসে বস্তিসীদের লাইন দিয়ে ফর্ম ফিলআপ করানো হয়েছিল৷ সেই ফর্মগুলি ফেলে দেওয়া হয়েছে বলেই শুভেন্দুর দাবি৷ বিজেপি পুরসভা দখল করলে বস্তিবাসীদের কর ছাড় দেওয়া হবে৷

শুভেন্দু আরও বলেন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করতে গিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক অভিযোগ পেয়েছেন বিজেপি’র সর্বস্তরের নেতা কর্মীরা৷ প্রতিটা ক্ষেত্রেই কাউন্সিলার ও তাঁর মনোনীত কিছু লোক টাকার বিনিময়ে রফা করেছেন৷ কর্পোরেশনে ফাইন জমা না করিয়ে কাউন্সিলারের প্রতিনিধি মারফত অন্যত্র রফা করেছেন৷ অর্থের বিনিময়ে অবৈধ কাজ করা হয়েছে৷ শুভেন্দু বলেন, বোর্ড গঠন করলে কলকাতা কর্পোরেশনে দুর্নীতি দমন ও নিয়মিত অডিট করাবে বিজেপি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 16 =