কমেছে প্লেটলেট, চেন্নাইয়ের হাসপাতালে চলছে চিকিৎসা, কবে মাঠে ফিরতে পারবেন শুভমন?

কমেছে প্লেটলেট, চেন্নাইয়ের হাসপাতালে চলছে চিকিৎসা, কবে মাঠে ফিরতে পারবেন শুভমন?

shubman gill

চেন্নাই: এক দিনের বিশ্বকাপ শুরুর ঠিক আগে ধাক্কা লাগে ভারতীয় শিবির৷  ডেঙ্গি আক্রান্ত হন ওপেনার ব্যাটার শুভমন গিল। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। আপাতত হাসপাতালেই রয়েছেন শুভমন। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও যে শুভমনের খেলা হবে না, তা স্পষ্ট। পাঞ্জাবের এই ওপেনারের শারীরিক অবস্থাও বিশেষ ভালো নয়৷ কমতে শুরু করেছে তাঁর প্লেটলেট৷ তবে বোর্ডের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। 

২৪ বছরের এই তরুণ ওপেনারকে চেন্নাইয়ে রেখেই দিল্লি উড়ে গিয়েছে দল৷ এদিকে, প্লেটলেট কাউন্ট কমায় আর কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা৷ দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে৷ আরাতত চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি রয়েছেন শুভমন৷

দলের সঙ্গে চেন্নাইয়ে গেলেও একদিনও অনুশীলন করতে পারেননি শুভমন। তাঁকে থাকতে হয়েছে হোটেলের ঘরেই৷ প্রথমে বলা হয়েছিল, প্রথম দুটি ম্যাচে খেলতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ওপেনারকে খেলানোর চেষ্টা করা হবে৷ কিন্তু শুভমন এখনও সুস্থ হতে পারেননি৷ হাসপাতালে চিকিৎসাধীন শুভমন শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও অনিশ্চিত। 

বলা হয়েছে, যদি তাঁর পরিস্থিতির উন্নতি হয়, বিমানযাত্রার ধকল নিতে পারেন, তাহলে টিমের সঙ্গে আমেদাবাদে যোগ দেবেন। না হলে চেন্নাইয়েই থেকে যাবেন এই ব্যাটার। তবে সেই সুযোগ তিনি পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে৷ এদিকে, আমদাবাদের মাঠ শুভমনের অন্যতম পছন্দের৷ আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে এই মাঠেই রান পেয়েছিলেন তিনি। বিশ্বকাপে সেই মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে আরও একবার ঝড় তোলার সুযোগ ছিল শুভমনের কাছে। কিন্তু সেই ম্যাচ খেলা শুভমনের পক্ষে এখন প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =