মিছিলে শোভন-বৈশাখীর গরহাজিরা, কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি?

মিছিলে শোভন-বৈশাখীর গরহাজিরা, কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি?

কলকাতা: বিদায়ী তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। সোমবার শহরে শোভন-বৈশাখীর নামে বিজেপির তরফে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু দু’জনের একজনও সেখানে উপস্থিত হননি। আর তাই নিয়েই দিনভর জারি ছিল একাধিক তরজা। সেই সূত্রে এবার কি শোভন-বৈশাখীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে বিজেপি?

সূত্রের খবর, সোমবার বিজেপির মিছিলে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় উপস্থিত না হওয়ার পর থেকেই ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দফতরে তাঁদের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ে তাঁদের ২ জনের নামে একটি ঘর নির্দিষ্ট ছিল। কাল থেকে সে ঘরে ঝুলছে মস্ত তালা। গতকাল বিজেপির মিছিলের মূল আকর্ষণ ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদের মিছিলে না আসা, এবং ঘরে তালা ঝোলানো নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বিশেষ খোলসা করেন নি কিছু। তাঁর কথায়, ‘‘শোভন চট্টোপাধ্যায়–বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কেন তাঁরা কেন এলেন না, তা আমি জানি না। আর দলীয় অফিসে কারও নামে কোনও ঘর রয়েছে কিনা, আমি জানি না।’’

উল্লেখ্য, গতকাল শোভন-বৈশাখীকে নিয়ে কলকাতায় প্রথম রোড শো করার পরিকল্পনা করেছিল বিজেপি। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় মিছিলে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দেন। তাঁকে আমন্ত্রণ করা হয়নি, এমন অভিযোগের গুঞ্জনও শোনা যায়। আর এরপরই মিছিলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন শোভন চট্টোপাধ্যায়ও। যদিও তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে মিছিলে উপস্থিত হতে পারেনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বহুদিন আগেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দিলেও এখন পর্যন্ত দলের হয়ে কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচীতে যোগ দিতে দেখা যায় নি তাঁদের।সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা জোনের পর্যবেক্ষকও নিযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =