‘সস্তায় পেলাম, কিনে নিলাম’, মঙ্গলগ্রহে জমির মালিক বাঙালি যুবক

ইতিমধ্যেই নাসার রকেটে চড়ে শৌনকের নামের একটি চিপ পাড়ি দিয়েছে মঙ্গলে। অক্ষাংশ দ্রাঘিমাংশ মেপে মঙ্গলের ঠিক কোন জায়গায় তাঁর জমি আছে সেসব নথি পত্র শৌনকের হাতে এসে গিয়েছে। উত্তেজিত শৌনককে এব্যাপারে জানতে চাওয়ায় তিনি বেশি বাক্য ব্যয় না করে সহজেই তাঁর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, “সস্তায় পেলাম, তাই নিয়ে নিলাম।”

 

কলকাতা: জলের দামে পাওয়া যাচ্ছে মঙ্গল গ্রহের জমি। মাত্র তিন হাজার টাকায় মঙ্গলে এক একর জমি কিনে ফেললেন শ্রীরামপুরের শৌনক দাস। কী ভাবছেন? আপনিও কিনবেন নাকি? তা কেনাই যায়! কেননা মঙ্গলে যে কিছু বছরের মধ্যেই মানুষের পা পড়তে চলেছে, এমনটাই দাবি করেছেন বাঙালির সন্তান শৌনক৷

ইতিমধ্যেই নাসার রকেটে চড়ে শৌনকের নামের একটি চিপ পাড়ি দিয়েছে মঙ্গলে৷ অক্ষাংশ দ্রাঘিমাংশ মেপে মঙ্গলের ঠিক কোন জায়গায় তাঁর জমি আছে, সেসব নথি পত্র শৌনকের হাতে এসে গিয়েছে৷ উত্তেজিত শৌনককে এব্যাপারে জানতে চাওয়ায় তিনি বেশি বাক্য ব্যয় না করে সহজেই তাঁর উত্তর দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘সস্তায় পেলাম, তাই নিয়ে নিলাম।’’

নাসার হয়ে চাকরি করা শৌনক সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাই অনেকেই মজা করে বলছেন এবার কি তাহলে শৌনক মঙ্গলে গিয়ে নিজের সংসার করবেন! তবে এর জবাবে শৌনক সাফ জানিয়ে দিয়েছেন, হয়ত তিনি কোনও দিন মঙ্গল যেতে পারবেন না, কিন্তু মানুষকে বুক ফুলিয়ে বলতে তো পারবেন, মঙ্গল গ্রহে তাঁর জমি আছে৷ তিনি আরও বলেছেন, সম্ভবত তিনি প্রথম বাঙালি যিনি মঙ্গলে জমি কিনলেন৷ উল্লেখ্য, নাসা একটি সংস্থাকে দিয়ে এই জমি পাওয়ার ব্যবস্থা করেছিল সেই সংস্থার অংশীদার হলেন শৌনক৷

২০১৪ সালে চাঁদে প্রথম লোক পাঠিয়েছিল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরপরেই মঙ্গলে লোক পাঠাতে চায় তারা। সেই কারণেই চন্দ্রযান বা মঙ্গল যানের কাঠামো কেমন হবে সেই নিয়ে তদারকি করতে চায় নাসা। মহাকাশ যানে পুরুষদের পাশাপাশি মহিলারাও থাকবেন, তাই তার নকশা কেমন হবে, বর্তমানে সেই নিয়েই গবেষণা করছেন শৌনক দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =