বিজেপির বিরুদ্ধে বাংলায় ময়দানে শিবসেনাও, ঝাড়গ্রামে জনসভা

বিজেপির বিরুদ্ধে বাংলায় ময়দানে শিবসেনাও, ঝাড়গ্রামে জনসভা

কলকাতা: হিন্দু সংহতির পরে এবার শিবসেনা। ‘ফ্যাসিস্ট’ বিজেপির বিরুদ্ধে এবার বাংলার বিধানসভা নির্বাচনের ময়দানে নামছে উদ্ভব ঠাকরের দল। আসন্ন বিধানসভা ভোটে শিবসেনা এ রাজ্যের প্রায় ১০০-টিরও বেশি আসনে প্রার্থী দিচ্ছে। সেই উদ্দেশ্যে কোচবিহার, ঝাড়গ্রাম, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় নিজেদের সংগঠনকে আরও মজবুত করার পথে হাঁটছে তারা, এমনটাই খবর রাজ্য শিবসেনা সূত্রে। আগামী শুক্রবার ঝাড়গ্রামে বিশাল জনসভা করার পরিকল্পনা রয়েছে দলের।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কার্যত দোরগোড়ায়। রাজ্যে জোরকদমে চলছে তৃণমূল-বিজেপি তরজা। ‘দলে থেকে কাজ করতে পারছি না’ অজুহাতে বেসুরো হয়ে নেতা-মন্ত্রীদের জার্সি বদল হয়ে গিয়েছে এখন নিত্যদিনের কর্মসূচি। কিছুদিন ধরেই বাংলা বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার আভাস পাওয়া গিয়েছিল শিবসেনা সূত্রে। এবার সেই জল্পনা সত্যি করেই মহারাষ্ট্রের দল জানিয়ে দিল, বাংলায় ১০০টিরও বেশি আসনে প্রার্থী দিয়ে ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে লড়বে শিবসেনা। রাজ্যে দলের সংগঠনের ভিত মজবুত করার কাজে এখন ব্যস্ত উদ্ভব ঠাকরের দল।

শিবসেনা সূত্রে খবর, আগামী শুক্রবার ঝাড়গ্রামের বিশাল জনসভায় বিজেপি থেকে শিবসেনায় যোগ দিতে চলেছেন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ৫০ হাজারেরও বেশি গেরুয়া শিবিরের কর্মীরা। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফ্যাসিস্ট ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যুদ্ধে নামতে কোমর বাঁধছে শিবসেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 8 =